আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ, বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসায় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থানরত আছেন এক বোন। উনার সন্তান হয় না দেখে সন্তান কন্সিভের জন্য রোজা রাখার আমল করছেন। উনি জেদ্দা থেকে মদিনা যাবেন ২ দিনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে-
১. রোজা রাখা অবস্থায় কি জেদ্দা থেকে মদিনা ভ্রমণ করতে পারবেন। এখানে কি মুসাফির হিসেবে গণ্য হবেন। রোজা না রেখে কি ভ্রমণ করতে হবে।
২. মুসাফির হিসেবে গণ্য হলে কি সফরকালে এবং মদিনা অবস্থানের সময় কি নামাজ কসর করতে হবে।