ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিন সময়ে ফরয-নফল তথা সকল প্রকার নামায পড়া মাকরুহে তাহরিমী।যথা- (১)সূর্যোদয়ের সময় (২)সূর্যাস্তের সময় (৩)সূর্য ঠিক মধ্যখানে অবস্থানের সময়।
আর পাঁচ সময়ে শুধুমাত্র নফল নামায পড়া মাকরুহ।
উপরোক্ত তিন সময়। (৪)সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত।অর্থাৎ ফজরের নামাযের আগে ও পরে (৫)আছরের নামাযের পরে। (শেষোক্ত দুই সময়ে ফরয নামায পড়া মাকরুহ নয়)
সুতরাং এই পাঁচ সময়ে যেকোনো প্রকার নফল নামায,চায় তাহিয়্যাতুল ওজু হোক বা তাহিয়্যাতুল মসজিদ হোক, সবই মাকরুহ।প্রথম তিন প্রকারে মাকরুহে তাহরিমীর বিধান রয়েছে।আর শেষ দুই প্রকারে প্রকাশ্যে কোথাও পাইনি।তবে যতটুকু সম্ভব মনে হচ্ছে, মাকরুহে তানযিহি-ই হবে।(আল্লাহ-ই ভালো জানেন) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1330
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)আসরের নামাযের পূর্বে তাহিয়্যাতুল ওজুর সালাত আদায় করা যাবে, তবে পরে আসরের পরে মাগরিবের আজানের পূর্বে তাহিয়্যাতুল অজুর নামায পড়া যাবে না। হ্যা, মাগরিবের আজানের পর ফরয পড়ার পূর্বে পড়া যাবে।
(২)ফজরের ২ রাকাত সুন্নতের সাথে তাহিয়্যাতুল মসজিদ বা তাহিয়্যাতুল অজুর নিয়ত করে পড়া যাবে।
এবং আসর বা মাগরিবের আগে ও পড়া যাবে।
দু-রাকাত নামায পড়া হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে।
তবে ফরয নামায বিলম্ব হওয়ার আশংকা থাকলে মাকরুহে তানযিহি হবে।(কিতাবুন নাওয়াযিল ৪/৬০৭)