আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
40 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামুয়ালাইকুম
১.আমি অনলাইনে একটা কাজ করছি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ট্রেনিং এর সময় ভায়েরাও থাকেন। তখন ম্যাম কোনো প্রশ্ন করলে কি আমি উত্তর দিতে পারবো। উত্তর না দিলে উনারা রাগ করেন। প্লিজ জানাবেন।

২.আমি নামাজ পড়ার পরে দেখি যে হিজাবের বাহিরে একটা ছোট চুল বের হয়ে আছে। এক্ষেত্রে কি আমার নামাজ হবে নাকি পুনরায় পড়তে হবে।

1 Answer

0 votes
by (619,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যেহেতু নারীকন্ঠ মূলত সতরের অন্তর্ভুক্ত নয়,তাই ফিৎনার আশংকা না থাকলে তথা বৃদ্ধ মহিলা বা বিশেষ প্রয়োজন থাকলে যুবতীদের জন্য কথা বলার সুযোগ দেয়া যেতে পারে। হ্যা, সতর্কতামূলক এত্থেকে বেঁচে থাকাই উত্তম। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1058

(২)
নারীদের চুল সতরের অন্তর্ভুক্ত। নামাযে সতর ঢেকে রাখা ফরয। নামাযে সতর হিসেবে যেই সব অঙ্গকে ঢেকে রাখা ফরয, সেই সব অঙ্গের এক চতুর্থাংশ নামাযে তিন তাসবিহ পরিমাণ খুলে গেলে, নামায ফাসিদ হয়ে যাবে।

لما في الفتاوي الشامية 
والحکم في الشعر الترسل من المرأة الحرة والرأس منہا ․․․․․․ کالحکم فی السابق، فأی عضو من ہذہ الاعضاء انکشف ربعہ قدر أداء رکن لاتجوز الصلوة جلبي کبیر ۳۱۳/ الشرط الثالث ستر العورة ط: اشرفي بکڈپو دیوبند، ویمنع کشف ربع عضو قدر أداء رکن بلا صنعہ من عورة غلیظة أو خفیفة علی المعتمد۔(تنویر الأبصار مع الدر والرد: ۲/ ۸۲، کتاب الصلاة/ باب شروط الصلاة ط: زکریا دیوبند یوپی۔)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4911

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজ পড়ার সময় হিজাবের বাহিরে একটা দুইটা চুল খুলা থাকার কারণে নামায ফাসিদ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...