ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যেহেতু নারীকন্ঠ মূলত সতরের অন্তর্ভুক্ত নয়,তাই ফিৎনার আশংকা না থাকলে তথা বৃদ্ধ মহিলা বা বিশেষ প্রয়োজন থাকলে যুবতীদের জন্য কথা বলার সুযোগ দেয়া যেতে পারে। হ্যা, সতর্কতামূলক এত্থেকে বেঁচে থাকাই উত্তম। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1058
(২)
নারীদের চুল সতরের অন্তর্ভুক্ত। নামাযে সতর ঢেকে রাখা ফরয। নামাযে সতর হিসেবে যেই সব অঙ্গকে ঢেকে রাখা ফরয, সেই সব অঙ্গের এক চতুর্থাংশ নামাযে তিন তাসবিহ পরিমাণ খুলে গেলে, নামায ফাসিদ হয়ে যাবে।
لما في الفتاوي الشامية
والحکم في الشعر الترسل من المرأة الحرة والرأس منہا ․․․․․․ کالحکم فی السابق، فأی عضو من ہذہ الاعضاء انکشف ربعہ قدر أداء رکن لاتجوز الصلوة جلبي کبیر ۳۱۳/ الشرط الثالث ستر العورة ط: اشرفي بکڈپو دیوبند، ویمنع کشف ربع عضو قدر أداء رکن بلا صنعہ من عورة غلیظة أو خفیفة علی المعتمد۔(تنویر الأبصار مع الدر والرد: ۲/ ۸۲، کتاب الصلاة/ باب شروط الصلاة ط: زکریا دیوبند یوپی۔)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজ পড়ার সময় হিজাবের বাহিরে একটা দুইটা চুল খুলা থাকার কারণে নামায ফাসিদ হবে না।