আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

১.আরবি হরফ "লাম" উচ্চারণ এর ক্ষেত্রে  জিহ্বার আগার  কিনারা তার বরাবর উপরে্য দাতের মাড়ির সাথে লাগাতে হয়। জিহ্বার আগার তো সম্ভবত দুইটি কিনারা।এক্ষেত্রে দুইটি কিনারা লাগাব নাকি একটি?

২."গইন" "খ"   উচ্চারণ এর ক্ষেত্রে যদি জিহ্বার গোড়া,তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই তাহলে কি ভুল হবে?(কুরআন তেলাওয়াত, নামাজ সহ দোয়া জিকির সব ক্ষেত্রে)

৩.দুজন মিলে জামাত পড়া কি জায়েয?

৪.মাহাখালী এলাকাটির মহাখালী বলা কি জায়েয? কারণ সম্ভবত শুনেছি  কালী মন্দির থেকে মহাখালী নামাজ এসেছে?

৫. ৪নং প্রশ্নে যে এলাকাটির নাম বলেছি এই এলাকায় বাস করি।এখানে কাছে দূরে অনেক মসজিদ আছে।এখন কোনো কারণে বা কারণ ছাড়া যদি বাড়ির কাছে মসজিদ ব্যাতিত যদি এলাকার ভিতর দূরের মসজিদে জামাত পড়ি বা বাহিরের এলাকায় যদি জামাত পড়ি তবে আমার নামাজ কি আদায় হবে এবং এক্ষেত্রে কি গুণাহ হবে? এবং উত্তর হ্যা বা না হলে এটি সব এলাকা ও
গ্ৰামের ক্ষেত্রে প্রযোজ্য?

৬.নামাজে সিজদা দেওয়ার সময় যদি আগে কপাল পরে নাক রাখা হয় আর যদি কপাল ও নাক একসাথে রাখা হয় তবে নামাজে কোনো সমস্যা হবে?

৭.নামাজে "আশহাদু আল লা " বলার সময় আঙ্গুল উঠাইনি ভুল করে।বুঝতে পারা স্বত্ত্বেও আঙ্গুল কিছুক্ষণ না উঠিয়ে কিছুক্ষণ পর সম্ভবত তাশাহুদের শেষের দিকে আমি আঙ্গুল তুলেছি। এখন এতে নামাজে কোন সমস্যা হয়েছে? ও এতে কি গুণাহ হয়েছে?
(এশার ফরজ ৫ ই ফেব্রুয়ারি ২০২৫ নামাজ ভেঙ্গে গেলে বেতর সহ কাযা পড়ব)

৮.নামাজে মেঝেতে সিজদার সময় নাক যদি মেঝের কোণায় লাগে তবে নামাজ হবে?

৯.নামাজ আদায় করতে গিয়ে যদি পায়ের কিছু অংশ মোটা কার্পেট বা মাটির বাহিরের থাকল এবং ঐ অংশ যদি মাটিতে না লাগল তবে নামাজ হবে?

১০. মসজিদ এর নামাজ পড়ার স্থানকে জমি ও মাটি বলা জায়েজ? যেমনটা ৯ নং এ বলেছি।
১১. যদি নামাজের সময় কেউ দুই কার্পেটে দাড়ালো ও দুই কার্পেটের মাঝে ফাকা আছে। এতে নামাজ হবে?
১২.নামাজে যদি ৩য় রাকাতে ভুল করে যদি তাশাহুদ পড়তে গিয়ে পড়ে ভুল বুঝতে পেরে যদি আমি আল্লাহু আকবার না বলে বা আল্লাহু আকবার বলে যদি দাঁড়িয়ে চতুর্থ রাকাতে দাড়িয়ে নামাজ শেষ করি আর সাহু সিজদা দেই তবে নামাজ কি হবে?( আছর এর ফরজ ৫ ই ফেব্রুয়ারি ২০২৫)

১৩.নামাজে যদি ৪র্থ রাকাতে সুরা ফাতিহার পর ভুল করে "বিসমিল্লাহির রাহমানির রাহিম" বলতে গিয়ে যখন বুঝতে পারলাম বিষয়টা তখন "বিসমিল্লাহ" বলে রুকুতে চলে গিয়েছি।যখন বুঝতে পেরেছি তখন সম্ভবত" বিসমি" বলতেছিলাম। আমার নামাজ কি হয়েছে?(এশার ফরজ নামাজ ২রা ফেব্রুয়ারি ২০২৫। নামাজ আদায় না হলে এশার ফরজ ও বেতরের ওয়াজিব সহ কায পড়ব)

বেতরের নামাজ কাযা পড়ব -২রা ফেব্রুয়ারি ২০২৫

১৪.নামাজে কোনো রুকু,সিজদা,বৈঠকে ও রকুর পড় সোজা হয়ে দাঁড়িয়ে যেসব পড়তে হয় এগুলোকে কি দুয়া বলে? আর এগুলো যদি আমি এমনভাবে বলি যে ফ্যান বন্ধ নিরিবিলি যায়গায় আমি শুনতে পেলাম না বা এগুলো পড়ার সময় কোনো কারণে এগুলোর কোনো অংশ যদি শুনতে না পারি এক্ষেত্রে নামাজ আদায় হবে?

১৫.

اَللّٰهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ
এখানে ‌"‌،" এটি দ্বারা কি থামতে বলা হয়েছে?

১৬.কুরআনে যেসব চিহ্ন দ্বারা থামতে হবে বুঝায় সেগুলো উপস্থাপন করলে আর কোনটিতে থামা বাধ্যতামূলক আর কোনটিতে থামা বাধ্যতামূলক নয় তা বর্ণনা করলে ভালো হয়।

১৭.আমি যে প্রশ্নগুলো করেছি,তাতে আমার লেখার ধরন গুলোতে নাজায়েজ কিছু আছে? থাকলে ধরিয়ে দিলে ভালো হয়

1 Answer

0 votes
by (616,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জিহবার আগার একটিই। এই আগার কিনারা উপরের দাতের মাড়ির সঙ্গে লাগাইয়া 'লাম' উচ্ছারিত হয়।

(২) প্রত্যেকটা হরফকে তার নির্ধারিত মাখরাজ থেকেই উচ্ছারণ করতে হবে। তবে নিকটবর্তী মাখরাজ থেকে উচ্ছারণ করলে তিলাওয়াত ফাসিদ বা নামায ফাসিদ হবে না।হ্যা, মুস্তাহাবের খেলাফ তো হবেই।

(৩) দুজন মিলেও জামাত পড়া যায়। তবে ঈদ বা জুম্মা হবে না।

(৪) মহাখালী বলা যাবে। এটা এখন নাম হয়ে গেছে।

(৫) নামায হবে। গোনাহ হবে না।

(৬) নামাজে সিজদা দেওয়ার সময় যদি আগে কপাল পরে নাক রাখা হয় আর যদি কপাল ও নাক একসাথে রাখা হয়, তবে নামায হবে, হ্যা, সুন্নতের খেলাফ হবে।

(৭)  কিছুক্ষণ পর তাশাহুদের শেষের দিকে আঙ্গুল তুলার দ্বারা নামাযে কোনো সমস্যা হবে না। তুলেছি। এখন এতে নামাজে কোন সমস্যা হয়েছে? হ্যা, মুস্তাহাবের খেরাফ হবে।

(৮)নামাজে মেঝেতে সিজদার সময় নাক যদি মেঝের কোণায় লাগে, তবে নামাযে কোনো সমস্যা হবে  না।

(৯) নামাজ হবে।

(১০) মসজিদ এর নামাজ পড়ার স্থানকে জমি ও মাটি বলা যাবে। 

(১১) নামাজ হবে।

(১২) নামাজ হবে।


(১৩) নামাজ হয়েছে।

বেতরের নামাজ কাযা পড়বেন।

(১৪) রুকু,সিজদা,বৈঠকে ও রকুর পড় সোজা হয়ে দাঁড়িয়ে যেসব পড়তে হয় এগুলোকে দুয়া বলে।

(১৫)
প্রশ্নটি অস্পষ্ট। দয়াকরে কমেন্টে পরিস্কার করে উল্লেখ করবেন।

(১৬) প্রতিটি কুরআনের গায়ে লিখা থাকে। দেখে নিবেন।

(১৭)এতগুলো প্রশ্ন একসাথে লিখা অনুচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...