আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,
কিছু দিন আগে পারিবারিকভাবে বিয়ের জন্য একটি পরিবারের সাথে কথা হয়। দুই পরিবারের কাছে প্রাথমিকভাবে ছেলে মেয়েকে পছন্দ হয়।এই ব্যাপারটা নিয়ে আমি এবং ছেলে উভয় ইস্তেখারা করি। ইস্তেখারার পর আমার দিক থেকে ওনার বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই পজেটিভ চিন্তা বা ওনার বিষয়ে আগ্ৰহ লক্ষ করি কিন্তু উনি এখনো এই বিষয়ে সামনে আগাবে না পেছাবে কিছুই বুঝতে পারছে না। সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। গতকাল ওনার মা (ছেলের) একটা স্বপ্ন দেখেন।স্বপ্নটি ছিল এই রূপ: উনি অন্য কাউকে বিয়ে করে ফেলেছেন এবং দেনমোহর নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা আর এই বিষয়ে ওনার মা ওনার সাথে খুব রাগারাগী করেন এবং ছেলে যাকে বিয়ে করেছে ছেলের মা তাকে দেখেন নি এই বিষয়গুলো নিয়েও ওনাদের মধ্যে রাগারাগি হয়েছে।
প্রশ্ন: ইস্তেখারা যিনি করেন তার হয়ে কি অন্য কেউ স্বপ্ন দেখে??এই স্বপ্নের মধ্যে কি কোনো নেগেটিভ কিছু ইঙ্গিত করতেছে? বিয়ের বিষয়ে কি আমাদের আগানো উচিত হবে??? অনেক গুলো প্রশ্ন মাথায় ঘুরছে।
সম্মানিত উস্তাদ এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
জাঝাকাল্লহু খইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাত।