আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার এক প্রশ্নের উত্তরে বলা হয়েছে ❝অল্প অল্প করে যাকাত টাকা দিলে তা যাকাতের জন্য যথেষ্ট হবে না।প্রথমে যাকাতের টাকা আলাদা করতে হবে। তারপর অল্প অল্প করে নির্দিষ্ট খাতে তা দিতে হবে।❞নিচে উত্তরটি সম্পুর্ন কপি করে দেয়া হলো।
ঐ প্রশ্ন কর্তা। জানতে চেয়েছেন। তার সম্পদের এক বছর পূর্ণ হওয়ার আগে অল্প অল্প করে যাকাতের নিয়তে বিভিন্ন জাকাতের হকদার ব্যক্তিকে যাকাত দেয়।& যখন যাকাতের বছর পূর্ণ হবে তখন যাকাতের মোটা টাকা থেকে পূর্বে আদায় কৃত টাকা কেটে নিয়ে বাকি টাকা দিয়ে দিলে কি যাকাত আদায় হবে??? কারণ অনেক সময় অনেক মানুষ সাহায্য চায় তাদের সাদাকা করার সম্ভব হয় না কিন্তু তারা যাকাতের হকদার,তাদের কে যাকাত থেকে আগেই টাকা দিলে কি যাকাত আদায় হবে?? আর যাকাতের সম্পুর্ন টাকা এক সাথে দেয়াও কষ্টকর হয়ে যায়। যেই জন্য আগে থেকে অল্প অল্প করে পরিশোধ করা। তাহলে কি যাকাত আদায় হবে??
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
৩ভরি ৩ আনা স্বর্ণ, একটা রূপর নুপুর নগদ ৭২০০টাকা,ঋণ ২০হাজার। যেহেতু ঋণ পরিশোধের পরও আপনার নিকট ৫২ ভড়ি রপার সম্পদ এক বৎসর যাবৎ আছে। তাই আপনার উপর যাকাত আসবে। নগদ টাকা ও স্বর্ণ এবং রূপার বিক্রয়মূল্যর ২.৫ পার্সেন্ট যাকাত আপনাকে দিতে হবে। অল্প অল্প করে দেওয়া যথেষ্ট হবে না। বরং প্রথমে যাকাতের নিয়তে যাকাতকে পৃথক করতে হবে। তারপর যাকাতের টাকাকে অল্প অল্প করে দেওয়া যথেষ্ট হবে না। বরং প্রথমে যাকাতের নিয়তে যাকাতকে পৃথক করতে হবে। তারপর যাকাতের টাকাকে নির্দিষ্ট খাতে বন্টন করে দিতে হবে। নির্দিষ্ট খাতে বন্টন করে দিতে হবে।