আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) ইমদাদুল হক উস্তাযের নিকট উত্তর প্রত্যাশা করছিলাম ইং শা আল্লহ ।
https://ifatwa.info/111706/#a111744 আপনার দেয়া এই প্রশ্নের উত্তরে বলা হয়েছিলো ❝যেহেতু তাবিজে কুফরি বা শিরকি নিশ্চিত ছিল না, তাই আপনার ঈমানে কোনো সমস্যা হবে না। বিয়েতেও কোনো সমস্যা হবে না।❞
উস্তায আমার নিজেকে নিয়ে কিছু সন্দেহ লাগছে, উপরে লিংকের প্রশ্নটা একটু পুনরায় পড়ে এই প্রশ্নের উত্তর প্রদানের অনুরোধ রইলো উস্তায মিন ফাদ্বলিক ।
আমার একবার মনে হয় যে ❝আমি তখন জানতাম তাবিজে শিরক ছিলো, আমি জেনেশুনেই ব্যবহার করেছি, আর আমার বিয়ে সঠিক হয়নি❞
আবার মনে হয় যে, ❝তাবিজে শিরকের ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত ছিলাম না, বুঝে উঠতে উঠতে বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে, তাবিজ কুরআনের আয়াত দিয়ে লিখেছে বলেছিলো বলে ব্যবহার করেছি, জেনেশুনে শিরক করিনি, জেনেশুনে শিরক করতে চাইলে ফাতওয়াতে আমার সমস্যানুযায়ী তাবিজ নিব কিনা জিজ্ঞেস করতাম না,❞ এইরকম ভাবনা আসে ।
আর আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম ওই কবিরাজ কুরআনের আয়াত লিখে তাবিজ দেয় কিনা, তো কবিরাজ হ্যা বলেছিলো, আম্মুও তার তিলাওয়াত শুনে বিশ্বাস করেছিলো, আমিও তাবিজ গ্রহণ করি সব ঠিকঠাক পেয়ে, কয়েকদিন আগে ওই তাবিজ খুলে দেখি সব শয়তানের প্রতিক - কোনো আয়াত নেই ।
দোটানায় পড়ে গিয়েছি উস্তায, ওয়াসওয়াসা নাকি অন্যকিছু বুঝতে পারছিনা, বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে ভয় লাগছে, প্রচুর টেনশন লাগছে কিছুক্ষণ পরপর ।
আমি নিজের মন থেকে জিজ্ঞেস করে দেখেছি সৎ নিরপেক্ষভাবে, একবার পজিটিভ মনে হয় আরেকবার কিছুটা নেগেটিভ ।
আমায় একটু আশ্বস্ত করে দিন না উস্তায । এসব জাওয শুনলে আমায় মেরে ফেলার উপক্রম করবেন, উনি পরিপূর্ণ দ্বীন পালন করেন ।