আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
recategorized by
আসসালামু আলাইকুম, আমি একটি সময়সীমা নির্ধারণ করে কসম করেছিলাম যেমন অমুক দিনের আগে আমি অমুক কাজটি করবো না। এরপর নির্ধারিত দিনের আগেই কসম ভঙ্গ করে ফেলি, সাথে সাথেই মাসআলা জেনে কাফফারা হিসাবে তিন দিন রোজা রেখেছি। এরপর সেই নির্ধারিত দিন এখনো আসে নি এর মধ্যে আবার নিষিদ্ধ কাজটি করেছি, যদিও গতবার কাফফারা আদায়ের পর নতুন করে কসম করি নাই। বা যেহেতু একবার কসম ভেঙেছি তাই আমার কসম করার তেমন নিয়তও ছিলো না, শুধু মনে দৃঢ় অঙ্গীকার ছিল যে অমুক সময়ের আগে আর এটি করবো না। এখন দ্বিতীয়বারের জন্যও কি কাফফারা দিতে হবে? নাকি প্রথমবার কসম ভাঙ্গার পরই এই কসম শেষ হয়ে গিয়েছিল?
(আলহামদুলিল্লাহ আর জাযাকুমুল্লাহ ifatwa এর মতো জায়গা না থাকলে আমার হয়ত এই মাসআলা জানার আর উপায় থাকতো না)

1 Answer

0 votes
by (614,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো জিনিষ করা বা করার উপর কসম খাওযার পর ঐ জিনিষ করে নিলে বা না করলে, ঐব্যক্তির উপর কাফফারা ওয়াজিব হবে । কোনো কসমের জন্য একবার কাফফারা দিয়ে দিলে পরবর্তীতে ঐ কাজ করলে বা না করলে আর কোনো কাফফারা ওয়াজিব হবে না।
وفیہا (کلہا) تنحل أي تبطل الیمین ببطلان التعلیق إذا وجد الشرط مرة إلا في کلما قال الشامي تحتہ: أي تنتہي وتتم، وإذا تمت حنث فلا یتصور الحنث ثانیا إلا بیمین أخر؛ لأنہا غیر مقتضیة للعموم والتکرار لغة․ (التنویر مع الدر والرد: ۴/ ۶۰۵، کتاب الطلاق/ باب التعلیق، ط: زکریا) ثم إن علقہ بشرط یریدہ․․․ یوفي إن وجد وإن علقہ بما لم یردہ کإن زنیت بفلانة وفي بنذرہ أو کفر علی المذہب․ (التویر مع الدر والرد: ۵/ ۵۲۱، کتاب الأیمان، ط: زکریا)

وفي الدر المختار:
"(وتنحل) اليمين (بعد) وجود (الشرط مطلقا)."
(الدر المختار، کتاب الطلاق، باب التعلیق، 355/3، سعید)
وفیہ ایضا:
"و في البحر عن الخلاصة والتجريد: وتتعدد الكفارة لتعدد اليمين، والمجلس والمجالس سواء؛ ولو قال: عنيت بالثاني الأول ففي حلفه بالله لايقبل، وبحجة أو عمرة يقبل. وفيه معزياً للأصل: هو يهودي هو نصراني يمينان، وكذا والله والله أو والله والرحمن في الأصح. واتفقوا أن والله والرحمن يمينان، وبلا عطف واحدة."(الدر المختار مع رد المحتار، کتاب الایمان، 714/3، سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
JazAakumullah Ustad

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 74 views
...