ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ফাতাওয়া শামীতে বর্ণিত আছে,
ﻭﻟﻮ ﺁﺟﺮ ﻧﻔﺴﻪ ﻟﻴﻌﻤﻞ ﻓﻲ ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﻭﻳﻌﻤﺮﻫﺎ ﻻ ﺑﺄﺱ ﺑﻪ ﻷﻧﻪ ﻻ ﻣﻌﺼﻴﺔ ﻓﻲ ﻋﻴﻦ ﺍﻟﻌﻤﻞ
যদি কেউ কোনো গির্জায় শ্রমিক হিসেবে কাজ করে,অথবা টাকার বিনিময়ে গির্জা নির্মাণ করে দেয়, তাহলে এতে তার কোনো গুনাহ হবে না। কেননা এখানে মূল কাজে কোনো গুনাহ নাই।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/18257
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো প্রতিষ্ঠান যদি LGBTQ সম্পর্কে উদার থাকে এবং হুজুর বা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা সম্পর্কে ব্যঙ্গাত্মক হয়, ঐ প্রতিষ্ঠানে বৈধ কাজের চাকুরী নাজায়েয হবে না। এবং ইনকামও হারাম হবে না। হ্যা, উত্তম হল, এত্থেকে ভালো মানের কোনো চাকুরীর ব্যবস্থা হলে, সেটাকেই গ্রহণ করে নেয়া। তবে যদি উক্ত হারাম কাজগুলোতে কোনো প্রকার সহযোগিতা করতে হয়, তাহলে তখন সেই চাকুরীও জায়েয হবে না এবং ইনকামও হালাল হবে না।
OCD থেকে বাঁচতে অতিসত্বর ওয়াসওয়াসা কোর্স করতে হবে।