ব্যাংকের সাথে টাকার সম্পর্ক
ব্যাংকের সাথে টাকার সম্পর্ক এতটাই নিবিড় যে, খুব সহজ বাংলায় আমি বলে থাকি- 'টাকা ব্যাংকের সন্তান।' পিতা-মাতা ছাড়া যেমন সন্তান কল্পনা করা অসম্ভব, ঠিক তেমনি বর্তমান অর্থব্যবস্থায় ব্যাংক ছাড়া টাকা নিয়ে আলোচনা করাটা প্রায় অসম্ভব।
অর্থনীতির সংজ্ঞানুযায়ী ব্যাংক হচ্ছে একটি মধ্যস্বত্ব প্রতিষ্ঠান। ব্যাংকে টাকা কেবল হাতবদল করে। তাই আমরা যদি ব্যাংকে টাকা রাখি, ব্যাংক সেই টাকা অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়ে দেয়। সোজা বাংলায় ব্যাংকে টাকা জমা রাখা' বলতে আমরা যে ধারণা করে থাকি-তা অনেকটাই ভুল। চিন্তা করে দেখুন, কোনো প্রতিষ্ঠান যদি আপনার টাকা নিরাপদে সঞ্চয় করে রাখত, তাহলে নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানকে সার্ভিস চার্জ দিতে হতো, তাই না? কারণ, সম্পদ সঞ্চয় করে রাখার কিছু খরচ আছে। কিন্তু ব্যাংকে টাকা রাখলে আমরা আরও বাড়তি টাকা পাই। এর কারণ কী? কারণ হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখার প্রকৃত অর্থ হলো, আমরা ব্যাংককে ঋণ দিই এবং ব্যাংক আমাদের থেকে ঋণ নেয়। এ কারণে ব্যাংক আমাদের সুদ প্রদান করে। ব্যাংক যখন এই টাকা ঋণ হিসেবে দিয়ে দেয়, তখন ব্যাংক হয়ে যায় ঋণ প্রদানকারী এবং অপরপক্ষ হয়ে যায় ঋণ গ্রহণকারী। আমাদের থেকে কম সুদে ঋণ নিয়ে ব্যাংক বেশি সুদে ঋণ দেয় এবং এই দুই সুদের হারের পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয় ও লাভ।
বই : সুদ হারাম, কর্জে হাসানা সমাধান, লেখক : মোহাইমিন পাটোয়ারী, Page : 42-43