আসসালামু আলাইকুম।
প্রশ্নটি আমার বোনের পক্ষ থেকে,
আমি অবিবাহিত। বিয়ে নিয়ে খুব মানসিকভাবে বিপর্যস্ত যেহেতু বয়স হয়েছে অনেক,আজকে সকালে আল্লাহর কাছে খুব কেঁদে দূরুদ পড়ে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে কোন সুন্দর স্বপ্ন দেখান,সুসংবাদ এর ইঙ্গিত দান করেন।
আমি স্বপ্ন দেখলাম আমার বাসায় আমার বোনের কোলে একটা ছোট নবজাতক বাচ্চা মেয়ে।সদ্য ভূমিষ্ট না হলেও,খুবই ছোট। দেখতে খুবই সুন্দর।বোনের কোলে সে ঘুমিয়ে আছে কিন্তু বাচ্চাটা আমার বোনেরও না, আমারও না,অন্য কারও।আমি বাচ্চাটাকে দেখছিলাম,খুব সুন্দর লাগছিলো। বাচ্চা নিয়ে আমার মধ্যে কোন কল্পনা বা কোনকিছুই ছিল না।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।