আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১) আমি হাজবেন্ডের কর্মস্থানে হাজবেন্ডের সাথে থাকি, ঈদের ছুটিতে বা কখনো বেড়াতে শ্বশুর বাড়ি যাওয়া হয়। শ্বশুর বাড়ি ৭৭ কিলোমিটার এর অনেক বেশি। শ্বশুর বাড়ি ১৫ দিনের কম সময়ের জন্য গেলে আমি কি কসরের নামাজ পড়বো নাকি সম্পূর্ণ নামাজ পড়বো?
২) আমার মা ৭৭ কিলোমিটার এর বেশি দূরের এক আত্মীয়ের বাসায় যায় ১৫ দিনের কম সময়ের জন্য যেখানে কসরের নামাজ পড়তে হতো, কিন্তু তার এসব সম্পর্কে বুঝ না থাকায় সম্পূর্ণ নামাজ পড়েছিলো। পরবর্তীতে যেদিন বাড়ি ফিরবে সেইদিন একজন কসরের নামাজ পড়তে বলায় কসর পড়ে। অন্য দিন গুলো যে সম্পূর্ণ নামাজ আদায় করেছে এজন্য এখন সেগুলো কি কাজা করতে হবে?
৩) হাসের ডিমে প্রচুর দাগ, ময়লা থাকে।সেগুলো কি হাসের মল? ছাই দিয়ে ঘষলেও উঠে না। ছাই দিয়ে ঘষার পর দাগ থাকলে ঐ অবস্থায় ঐ ডিম যে পাত্রে সিদ্ধ করা হবে পাত্র কি নাপাক হয়ে যাবে?