ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
এবং এমন কথা বলে, যা তারা করে না।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।(সূরা আশ-শুআরা-২২৪-২২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাগুণ ও মাহাত্ম্য জানা ও বুঝার জন্য ইসলামি মনিষীদের কিতাবই যথেষ্ট যারা কুরআন হাদীসকে ফলো করে নিজেদের জীবন পরিচালনা করে গেছেন, এবং যারা কুরআন হাদীস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনচরিত বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কথা ও আদর্শ জানার জন্য এমন কোনো মানুষের চয়নকৃত শব্দ ও বাক্যাবলির কোনো প্রয়োজনিয়তা নাই যার নিজের বিশ্বাস ও আমল ছিলনা। হ্যা, এটা অমুসলিমদের জন্য আলোর পথে আসার একটা অনুপ্রেরণা হতে পারে।