আমি কিছু বিষয়ে স্পষ্টভাবে জানতে চাই যাতে মনের খটকা সম্পূর্নভাবে দূর হয়,
১) আহলে হাদীস সম্পর্কে দারুল উলূম দেওবন্দের অবস্থান কি? কিছু দেওবন্দি আলেম যে তাদের গোমরাহ/পথভ্রষ্ট বলেন (তবে ইসলাম থেকে খারিজ করেন না) এটা ঠিক কিনা ? সেই হিসাবে আমরা তাদের উপর কিরকম মনোভাব রাখবো।
২) সালাফিদের ব্যাপারে দেওবন্দের অবস্থান কি? সেই আলোকে তাদের প্রতি আমরা কেমন ধারণা রাখবো?