মুফতি ইমদাদুল হক সাহেবের কাছে প্রশ্ন
আসসালামু আলাইকুম
১.আমার গত এক প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন যে তালাকের অধিকার প্রাপ্ত মহিলা তালাক হয়ে যাক এই নিয়তে যদি বলে সংসার করবে না।তাহলে ও তালাক হয়ে যাবে।
আমার স্বামী আমাকে কাবিননামায় তালাকের অধিকার দেন নি।কিন্তু ঝগড়ার সময় তিনি বলতেন যে, "তোমার ডিভোর্স দেয়ার হলে তুমি দাও/সংসার না করার হলে না করো,সংসার বাদ দাও,সংসার করি ও না।তোমার লাগলে তুমি ডিভোর্স দাও" এসব বলতেন।এসব নাকি তিনি নিজে তালাক প্রদানের নিয়তে বলেন নি এবং আমাকে ও এসব বলতেন কারন উনি জানতেন যে শরীয়ত অনুযায়ী মহিলারা তালাক দিতে পারে না,কিন্তু বাংলাদেশের আইনে কোর্টের মাধ্যমে মহিলারা তালাক দিতে পারে। আমিও জানতাম মহিলা তালাক দিতে পারে না।আমিও রাগের মাথায় উনার এসব কথার উত্তরে বলতাম যে , "হ্যাঁ সংসার করবো না,তোমার ভাত খাবো না।আমার বাসায় কল দিয়ে বলতাম যে এই ছেলের সাথে আমি থাকতে পারতেসি না।তোমরা ব্যবস্থা নাও।"এসব বলার সময় আমার আর সম্পর্ক টানার বা হাসবেন্ড এর সাথে থাকার বিন্দুমাত্র ইচ্ছা থাকতোনা আমি চাইতাম আমার পরিবার/ হাসবেন্ড তালাকের ব্যাপারে ব্যবস্থা নিক।আমার ওসব কথার দ্বারা ই সম্পর্ক /তালাক হয়ে যাক এই নিয়তে কিছু বলিনি কোনোদিন।কারণ আমি কোনোদিন তালাক গ্রহণ করিনি আর করবো ও না।
আমার উপরোক্ত কথাগুলোর জন্য সমস্যা হবে?
২.হাসবেন্ড এর সাথে স্বাভাবিক কথোপকথন এ হাসবেন্ড বলেছে, "ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তোমাকে আমি চিনবো না।শুধু দিনের শেষ এ চিনবো।"
তখন আমি জিগ্যেস করসি," তুমি কি এটা তা...ক এর নিয়তে বলসো?"
তখন উনি বলসেন,"না বলি নি।ওই নিয়তে বললে দিনের শেষ এ চিনবো কেনো বলসি? বলসি কারণ ফেব্রুয়ারী থেকে পড়াশোনা করবো শুধু।
আমার এসব এর জন্য কি সমস্যা হবে?
জাযাকাল্লাহ