আমি একজন মেয়ে বয়স ২০+, আল্লাহ তাআলা অনেক দয়া করে হিদায়াত দিয়েছে বর্তমানে আমি ইসলামের বিধি বিধান গুলো পরিপূর্ণ ভাবে পালনের চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ , হিদায়াত পাওয়ার আগের জীবনে একটা হারাম সম্পর্ক ছিল কাজিন এর সাথে। শারীরিক সম্পর্ক হয়েছে, তবে ওর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ কে ভয় করে। ২বছর এর মত হবে ওর সাথে কোনো যোগাযোগ নেই। ছেলে টা বর্তমানে লন্ডনে পড়াশোনা ও কাজের জন্য আছে। আমি আগের গুনাহের জন্য তাওবা করে ফিরে আসছি,আমি চাই দ্বীনদার পরিবার গড়তে নিজে রবের হুকুম পালনে অগ্রসর হতে, এবং আমি যদি অন্য ছেলে কে বিয়ে করি সে তো জানবে আমি সত্বী, বাস্তবে তো আমি নই। এক্ষেত্রে কি তাকে ধোকা বা তার হক্ব নষ্ট এমন কিছুর সম্ভাবনা আছে?বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি, আর গত ২বছরে মাঝে মাঝেই আমি স্বপ্নে দেখতাম ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে, এখন আমার মনে অনেকদিন যাবত শুধু চিন্তা আসছে অন্য কাওকে বিয়ে করলে যদি ধোকা দেয়া হয় এখন আমি কি কাজিন টা কে মেসেজ বা কল দিয়ে আমায় বিয়ে করবে কিনা জিজ্ঞেস করলে বিষয় টা ঠিক হবে কি? আমি কি কাজিন টা কে বিয়ের প্রস্তাব দিলে ঠিক হবে কিনা এই পরামর্শ টা চাচ্ছি মেহেরবানি করে আমার প্রশ্ন টা ভালো করে পড়ে এরপর পরামর্শ দিলে উপকার হতো।