ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
ক্রিম,লোশন ইত্যাদি হালাল কসমেটিক সামগ্রী ব্যবহার করা যাবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466
মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3051
গোনাহের কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92143
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বিউটি পার্লারে কাস্টমারদের (মুসলিম নারী) চুলে হেয়ার কাট করে দেয়া যাবে না। দিলে অবশ্যই গুনাহ হবে। এই কাজ করে ইনকাম করলে সেই টাকাও হালাল হবে না।
(২) যদি বিধর্মী কাউকে বিজাতীয় হেয়ার কাট করে দেওয়া হয়, তাহলেও কোনো গুনাহ হবে না। এইভাবে ইনকাম করলে তা হালাল হবে না।
(৩) যদি কাস্টমসকে ভ্রু প্লাগ (মুসলিম/ নন-মুসলিম) করে দেওয়া হয়, তাহলে এতেও গুনাহ হবে। এবং এই কাজ করে উপার্জিত টাকাও হালাল হবে না।