বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেই মসজিদের উভয় পার্শে বা পিছনে কবর থাকে , সেই মসজিদে নামায পড়তে কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় সেখানে নামায পড়া যাবে। তবে যদি কোনো মসজিদের সামনে কবর থাকে , এবং নামাযে দাড়ালে দৃষ্টি যদি দৃষ্টি কবরের উপরে পড়ে, তাহলে এমন মসজিদে নামায পড়া মাকরুহ। হ্যা, যদি সামনে দেয়াল থাকে, তাহলে এমন মসজিদে নামায পড়া মাকরুহ হবে না।
لما في رد المحتار:
"وفي القهستاني: لاتكره الصلاة في جهة قبر إلا إذا كان بين يديه؛ بحيث لو صلى صلاة الخاشعين وقع بصره عليه كما في جنائز المضمرات. (1/654، باب ما يفسد الصلاة وما يكره، ط: سعيد) فقط والله أعلم
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনি যেই মসজিদে নামাজ পড়তে চাচ্ছেন, সেই মসজিদের ডান পাশে যদি একটি কবর (মাজার) থাকে, তাহলে এতে নামায পড়তে কোনো বিধিনিষেধ নেই।
ঢালাওভাবে মাজার-কেন্দ্রিক মসজিদে যাওয়াকে শিরক ঘোষণা করা যাবে না। হ্যা, কোনো এলাকার মাজার ও মসজিদে শিরকি কাজ হলে সে মসজিদে যাওয়া শরিকি কাজে সহযোগিতা করার নামান্তর। তবে নিজে শিরক থেকে বেঁচে থাকতে পারলে তখনো কোনো সমস্যা হবে না।
(২) হ্যা, যদি ইমাম সাহেবের আকীদায় শিরক বিদ'আত থাকে, তাহলে এমন ইমাম সাহেবের পিছনে নামায পড়া জায়েয হবে না।
কবিরাহ গোনাহে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে। তথাপি তাদের পিছনে নামায পড়াটা মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/291