আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (6 points)
আমি যে মসজিদে নামাজ পড়ি, সেই মসজিদের ডান পাশে একটি কবর (মাজার) আছে। এটি মসজিদের বাইরে অবস্থিত এবং আমি এটিকে জানালার মাধ্যমে দেখতে পাই। এই মাজারটি এক মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা। এই মসজিদটির আগের নাম ছিল "মোমিনপুর মাজার শরীফ মসজিদ," কিন্তু এখন এর নাম পরিবর্তন করে "আর রহমান আর রহিম মসজিদ" রাখা হয়েছে। আমি কি এই মসজিদে নামাজ পড়তে পারবো, কারণ এটি মাজার-কেন্দ্রিক বা মাজারের উপলক্ষে নির্মিত হতে পারে?

1.আমাদের দেশের একজন আলেম বলেছেন যে মাজার-কেন্দ্রিক মসজিদে যাওয়া শিরক। তাহলে কি আমার ঈমান ঠিক আছে?
2. সেখানে ইমাম এর আকীদায় কিছু সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় না যে তার কবর সংক্রান্ত কোনো ভুল আকীদা আছে। তাহলে কি এই মসজিদে নামাজ পড়তে পারবো?

1 Answer

0 votes
by (608,280 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেই মসজিদের উভয় পার্শে বা পিছনে কবর থাকে , সেই মসজিদে নামায পড়তে কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় সেখানে নামায পড়া যাবে। তবে যদি কোনো মসজিদের সামনে কবর থাকে , এবং নামাযে দাড়ালে দৃষ্টি যদি দৃষ্টি কবরের উপরে পড়ে, তাহলে এমন মসজিদে নামায পড়া মাকরুহ। হ্যা, যদি সামনে দেয়াল থাকে, তাহলে এমন মসজিদে নামায পড়া মাকরুহ হবে না।
لما في رد المحتار:
"وفي القهستاني: لاتكره الصلاة في جهة قبر إلا إذا كان بين يديه؛ بحيث لو صلى صلاة الخاشعين وقع بصره عليه كما في جنائز المضمرات.  (1/654، باب ما يفسد الصلاة وما يكره، ط: سعيد) فقط والله أعلم

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনি যেই মসজিদে নামাজ পড়তে চাচ্ছেন, সেই মসজিদের ডান পাশে যদি একটি কবর (মাজার) থাকে, তাহলে এতে নামায পড়তে কোনো বিধিনিষেধ নেই। 
ঢালাওভাবে মাজার-কেন্দ্রিক মসজিদে যাওয়াকে শিরক ঘোষণা করা যাবে না। হ্যা, কোনো এলাকার মাজার ও মসজিদে শিরকি কাজ হলে সে মসজিদে যাওয়া শরিকি কাজে সহযোগিতা করার নামান্তর। তবে নিজে শিরক থেকে বেঁচে থাকতে পারলে তখনো কোনো সমস্যা হবে না।

(২) হ্যা, যদি ইমাম সাহেবের আকীদায় শিরক বিদ'আত থাকে, তাহলে এমন ইমাম সাহেবের পিছনে নামায পড়া জায়েয হবে না।

কবিরাহ গোনাহে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে। তথাপি তাদের পিছনে নামায পড়াটা মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/291

ফাসিকের পিছনে নামায পড়লে কেন সেই নামাযকে দোহড়াতে হয়? সে সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1872


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...