আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহ্, উস্তায।
আমার মা আল্লাহর নামসমূহ মুখস্থ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ্। তিনি আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস এভাবে "আল" যুক্ত করে মুখস্থ করেছেন। এখন, জিকির করার সময় যেহেতু আলেমগণকে "ইয়া রহমান ইয়া রহিম বলে জিকির করতে শুনেছেন, তাই তিনিও ওভাবে চেষ্টা করেন কিন্তু যেহেতু অন্যভাবে মুখস্থ করেছেন তাই এভাবে তার গুলিয়ে যায় জিকিরের সময়। আমার প্রশ্ন হচ্ছে যে, এতে কি কোনো পার্থক্য হয়? জিকির ছাড়াও, দুয়া কিংবা মোনাজাতের মধ্যেও আল্লাহ্ কে যদি তার সুন্দর নামে ডাকতে চাই, তখন কি " ইয়া মালিক" এবং "আল মালিক" এর কারণে কোনো পার্থক্য হবে?