হুজুর আমার বিয়ের পরে আমার বউ এর সাথে মেসেঞ্জার এ কথা হচ্চিল তো আমার একটা মেসেজ এর জবাবে আমার বউ যখন মেসেজ দেই আমি তখন এইটা উত্তর দি তার জবাবে :Amr icca kortasa tmka fully njar korte akn tmr body ta akn dorkar mon ar drkr nai।
আরো কথা হয়েছে কিন্তু এইখানে যে আমি মন এর দরকার নেই বললাম এতে কোন সমস্যা তো হয় নাই বিবাহিত সম্পর্কে?
অনেক আগের প্রায় ৫/৬ মাস হবে মানে আগস্ট মাস এর এই কথা টা বলবেন কোন সমস্যা হয় নাই তো।
// আরেকটা প্রশ্ন হুজুর নামাজ নিয়ে তা হচ্চে নামাজে যদি ছানা না পড়া হয় বাকি সুরা যদি ঠিক ভাবে পরা হয় যেমন সুরা ফাতেহা এবং তার সাথে সুরা মিলায়া পড়া এতে তো নামাজ হয়ে যাবে।
আর আমাকে ছানা টা কি ওইটা যদি বাংলায় বলতে ভালো হত।
// হুজুর প্রথমে প্রশ্ন করার পরে সাবমিট করার সময় প্রায় সময় বা মাঝে মাঝেই english এ কিছু কথা উঠে বাংলায় যার মানে এমন হয় যে অনেক প্রশ্ন করা হয়েছে এখন ঘন্টাখানে বা ১ ঘন্টাখানেক পরে আবারও প্রশ্ন করুন এমন হয় বাংলায় অনেকটা তো এতে কোন সমস্যা নেই তো কারন এই মাএ ও আমার এমন হয়েছে সাবমিট করার সময় ?