আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ফজরের পর ঘুমিয়ে গেলে স্বপ্নে দেখলাম উচু উচু বিল্ডিং গুলা নিমিষেই মাটির সাথে মিশে যাচ্ছে মানুষ ছোটাছুটি করছে। তার মধ্যে থেকে বিশাল দেহের এক লোক তরবারি হাতে মানুষকে কুপাচ্ছে । আমার পাশে কেউ একজন ছিলো সে বলল কেয়ামত হচ্ছে আর ঐটা দাজ্জাল । তো আমি দৌড় দিচ্ছিলাম কিন্ত দাজ্জাল এসে আমার পিঠে এক কুপ দেয় এবং অন্য দিকে যায় আরো মানুষ মারতে । কিন্ত আমি মরিনি বলতে ছিলাম আমার কিছু হয়নি পরে দেখি আমার পিঠ থেকে জমিনে রক্ত পরছে। আমি ঐখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম ও মানুষদের বলতে ছিলাম সবাই সাবধান দাজ্জাল আসছে। শেষে আমি আর এক মহিলা দৌড়ে এক ভাঙা বিল্ডিং এর এক কোনে লুকিয়ে পরলাম। কিন্ত কিছুক্ষণ পর দেখি দাজ্জাল কিছু মাওলানার গার ধরে টেনে হেছরে ঐ খানে এনে মারতেছে। তখন আমাকে দেখে ফেলে এবং বলে তুই এখন মরছ নাই, এ বলে এক কোপে আমার গর্দান কেটে ফেলে এবং বাম হাতের সব আঙুল কেটে ফেলে কিন্ত আমি কোন ব্যথা পাচ্ছি না ও আমি মরছি না সব দেখতেছি কিন্ত দাজ্জাল মনে করছে আমি মরে গেছি এবং আবার ঐ মাওলানাদের মারতে যায়। তখন তাদের মধ্য থেকে একজন আমাকে বলতেছে ক্বারী সাহেব আপনাকে কুরআন তেলাওয়াত করতে বলতেছে এ কথা শোনে আমি কুরআন পড়া শুরু করি যে আমি আউযুবিল্লা পুরো পড়ে অন্য একটা সূরা পড়া শুর করছি তখন দাজ্জাল এসে আমার মুখ ও মাথার এক পাশ কেটে ফেলে। তখন আমার ঘুম ভেঙে যায়।
শুরু থেকে দাজ্জাল যতবার আমাকে মারছে আমি মরছি না আর ও প্রত্যেক বারই প্রচন্ড রাগ নিয়ে আমাকে মারতে চেষ্টা করছে ।
আর এখানে বলে রাখা ভালো আমি কিন্ত এই সব বিষয়ে কোন চিন্তা ও করিনি।
এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা পেলে উপকৃত হতাম আর সর্তক হতাম ইনশাআল্লাহ।