Assalamualaikum ustaz
আমি স্বপ্নে দেখি-
১. আমরা তিন বোন কী যেন করতেছি।কোথাও গিয়েছি হয়ত আসার পথে আমার বড়ো আপু আমাকে মাইর দিতেছে। থাপ্পড় দিচ্ছে। (আমার আপু ছোট সময়ে ২-১ বার মাইর দিয়েছিল এছাড়া মাইর খাইনি)
২. আমি স্বপ্নে দেখি আমাদের গাছে ১০ টার মতো বড়ো বড়ো কাঠাল হয়েছে।কেন যেন চেক করতে যেয়ে দেখি সবগুলো কাঠাল পেকে গিয়েছে।আমাি আমার মা কে দেখাই।তখন কাঠাল সেখানেই কাটতে নিয়েছিল মা।এরপর দেখি আমার দুজন ক্লাসমেট আসে ওদেরকে মা খেতে দিয়েছে ওরা খুব মজা করে কাঠাল খাচ্ছে।
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে উস্তায?