আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তায
আজকে আনি স্বপ্নে দেখি, রাসূল সঃ এর নিকটাত্মীয় ( পিতা বা দাদা বা সাহাবীদের কেও) ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি উনাকে সাহায্য করছিলাম।
তিঁনি (আবদুল্লাহ বা আব্দুল মাতাল্লিব বা সাহাবীদের কেও একজন) অনেকগুলো হোগলা(হোগলা পাতা দিয়ে বানানো হয় পাটি হিসেবে) সাথে অনেক কাপড় বা অন্যকিছু যেগুলো তাবু টানানোর জন্য প্রয়োজন। সেগুলো নিয়ে একজায়গায় যাব, তো পথিমধ্যে আমরা এক ইহুদীর বাসার পিছনে লুকাই।সেখানে আমরা সব গুছিয়ে আসব এমন সময় একজন ইহুদি সেনা দেখে ফেলে।তো আমরা ভাবছিলাম কোনদিক দিয়ে আসব বাগান দিয়ে নাকি ইহুদিদের বাড়ির উঠোন দিয়ে।আবার ভাবছি বাগান দিয়ে আসলে ইহুদি সেনা লুকায়ে থাকতে পারে+বাঘ সহ হিংস্র প্রাণী থাকতে পারে এসব ভেবে উঠোন দিয়েই দৌড়ে আসছি,নিরাপদ গেইটের সামনে আসার পরে এক ইহুদি সেনা আবদুল্লাহ/আব্দুল মুত্তালিব /সাহাবীদের যে ছিল তাকে লক্ষ্য করে গুলি করে আর তিঁনি তাঁর হাতের হোগলা দিয়ে নিজেকে সেইফ করার চেষ্টা করছে। কিন্তু তার গায়ে একটা গুলিও লাগেনি।
এরপর দেখি সেই গেইটের ওপারেই আমাদের অপেক্ষায় আমাদের স্বজনরা দাড়িয়ে আছে।এরপরই ঘুম ভেঙে যায় তাখন ফজরের আজান হচ্ছিল চারদিকে।
বি.দ্র: স্বপ্নে যে বাড়িটা ইহুদিদের বাড়ি দেখেছি সেটা আমাদের এলাকার,আমাদের বাড়ির পাশেই সুনামধন্য এক হিন্দু বাড়ি।বলা হয়ে থাকে এলাকার সেরা উচু বাড়ি এবং পূর্বে ওখানে নামী দামী ব্যক্তিরা থাকতেন পাকিস্তানি শাসনামলে,অনেক বড়ো উচু 'মট' রয়েছে সেটা দেখতে অসংখ্য মানুষ ভীর জমায়।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায এবং আমার করণীয় কী?