আমার হায়েজ জীবনের প্রথম থেকেই অনিয়মিত। বয়স এখন ২৩।বিয়ের ৬ বছর চলছে সন্তান হয় না।তো Pcos থাকার কারণে পিরিয়ড আগে অনিয়মিত ছিল।২/৩ মাস পরে হতো। কিন্তু ফ্লো এবং সময় ঠিক ছিল।৭ দিন দূপুরে থেকে নামাজ শুরু হতো।কিন্তু বিয়ের এই কয়েকবছরের মধ্যে সন্তান হওয়ার ঔষধ খাওয়া হয় এই জন্য বা হরমোনের কারণে হায়েজের সময় আর আগের মতো নাই।এখন তো আর ঔষধ কন্টিনিউ করছি না।
কিন্তু গত কয়েক সার্কেলে ফ্লো একদমই নাই বললেও চলে।তবে ১০ দিন ধরে চেক করলে কিছু আলামত দেখা দিত।তাই ১০ দিন পর থেকে নামাজ পড়া শুরু করতাম।এখন গত ২/৩ মাস ধরে হায়েজ কিছু সময় বন্ধ হলেও পুরো মাস ব্যাপি চলতেই থাকে।
গত ডিসেম্বর মাসে ২৬ তারিখ হায়েজ ধরে ৬ তম দিনে মানে জানুয়ারির ১ তারিখে হায়েজের আলামত বন্ধ হয়।(ফ্লো নাই গত কয়েক মাস ধরে,আবার এর মধ্যের কোন মাসে ১৫ দিনের আগে যে ব্লিডিং হয়েছিল, সেটা একদম হায়েজের ফ্লো নরমাল বা অবস্থার মতো ছিল,তাও তো পবিত্রতার সময় গুলোতে হওয়ার নামাজ পড়েছি কষ্ট করে)।
১ তারিখ (৬ দিনের সময়) আলামত চলে যায়।কিন্তু গত কয়েকমাসে আমি ১০ দিনের হিসেবে ছিলাম।এরআগে নামাজ পড়তে পারতাম না।এখন ৭ তারিখে আবারও আলামত দেখা শুরু হয়।হিসাব মতে ১ তারিখ থেকে পবিত্রতার হিসাবে ১৬ তম দিন মানে ১৬ তারিখ থেকে হায়েজ ধরা শুরু করছি।আজকে ৫ তম দিন,আজকে থেকে আবার হায়েজের মতো ব্লিডিং হচ্ছে। এতদিন খুবই হালকা হালকা ছিল।
- এখন যদি আমার হায়েজ ১০ দিন অতিক্রম করে যায়, তাহলে কি ৬ দিনের হিসাব ধরে নিয়ে বাকি নামাজ কাযা করবো?কেননা শুধু গত মাসে ৬ দিন ছিল হালকা হালকা করে। এর আগের কয়েক সার্কেল ১০ দিন করেই ছিল।এবারও মনে হয় ১০ দিন পার হয়েই যাবে।
-
- তাহলে কি এখন থেকে হায়েজের ৬ দিনের হিসাব ধরবো? আমার তো প্রায় মাসে এমন হয়, আলামত দেখা শুরু হলে পুরো মাস জুড়েই দেখা যায়।
- যার কারণে এই মাসেও যদি ১০ দিন পার হওয়ার পর বন্ধই না হয়,পরবর্তী পবিত্রতার ১৫ দিন ধরবো ৬ দিন হায়েজের হিসাব বাদ দিয়ে? নাকি ১০ দিনের হিসাব হবে।
- এখন এই মাসে ১০ দিন পার হওয়ার পরও দেখা গেলে,পরবর্তী মাসে একই সমস্যা হয় তাহলে হায়েজের সময় কি ১০ দিন ধরে নিবো?
আমি খুবই কনফিউশানের মধ্যে আছি