আসসালামু আলাইকুম,
আমার এক ফ্রেন্ড রিলেশনে থাকতে সে মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে বিয়ে করেছিল,(আহমাদুল্লাহ হুজুরের একটি বয়ানে শুনে এভাবে মেসেঞ্জারে নাকি বিয়ে হয়ে যায়) এখানে ২ জন বিবাহিত সাক্ষী ছিল(একজন পুরুষ ও একজন মহিলা) , আর এই সাক্ষীর মধ্য থেকেই একজন বিয়ে পরিয়েছিল, এখানে দেনমোহর ১০০১ টাকা ধরা হইছিলো, আর দেনমোহর পরিশুদ ও করা হয়েছে, তার পর ওরা ২ জন ৩ বার কবুল বলেছে।তারপর তাদের মধ্যে ৩/৪ বার সহবাস করাও হয়েছিল। এখন আমি জানতে চাচ্ছি তাদের কি ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়ে গেছে।যদি বিয়ে না হয়েও থাকে তাহলে কী সহবাস করার কারণে বিয়ে ফরয হয়েছে?
এখন তাদের করণীয় কী?