আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
কয়েক মাস আগে আমার জন্য একটা প্রস্তাব আসে। ইস্তেখারা করে পজিটিভ লাগতো পাত্রের ব্যাপারে,বেশ কয়েকদিন ইস্তেখারা করা হয়েছে। যত ইস্তেখারা করতাম তারপর যেন আরও বেশি মনের দিক থেকে ঝুঁকে যেতাম এমন লাগতো। কিন্তু তখনও আমি পাত্রকে দেখি নি প্লাস তার দ্বীনদারিতার ব্যাপারে পুরোপুরি জানতাম ও না। পরে কথাবার্তা আগানোর পর তার দ্বীনদারিতা,আখলাক আমার অনেক পছন্দ হয়েছিল। পাত্রও আমার দ্বীনদারিতার ব্যাপারে সন্তুষ্ট ছিল আর খুব বেশি আগ্রহী ছিল।পাত্রপক্ষের দিক থেকে আগ্রহের সাথে রাজি থাকলেও আমার ফ্যামিলি শেষে মত পাল্টিয়ে ফেলে,রাজি হয় না। কিন্তু,কথা হচ্ছে বারবার এই পাত্র কে স্বপ্ন দেখছিলাম (নোট: আমার ম্যাক্সিমাম স্বপ্নই সত্যি হয়)।
এই পাত্রকে যখন মানা করে দিবে সেরকম কথোপকথন চলছিল তখন আরেকটি প্রস্তাব আসে আমার জন্য। একটা পর্যায়ে গিয়ে দেখাসাক্ষাৎ এর কথা উঠেছিল দ্বিতীয় প্রস্তাব এর ব্যাপারে।তো ওই যে ১ম ছেলেটার সাথে কথাবার্তা চলছিল তাকে যেহেতু ফাইনাল মানা করে দেওয়া হয় নি, আমি এই ২ টা প্রস্তাব এর ব্যাপারেই ইস্তেখারা করেছিলাম। তখনই স্বপ্নে দেখেছিলাম যে,অনেক আলেম,মুফতি বসে আছেন,আমার ভাই ২য় প্রস্তাব টার ব্যাপারে জিজ্ঞাসা করছে অমুক কেমন,অমুক কি আমার বোন এর জন্য উত্তম হবে কিনা। তখন সবাই মাথা নাড়িয়ে না করছে।সেই রাতেই ওই ১ম ছেলেটাকে ও স্বপ্নে দেখেছি,স্বপ্ন ছিল খুব খুব স্পষ্টতর। স্বপ্নে তিনি আমাকে বলেছিলেন, কোনো ছেলে যদি আমার সামান্য হাতটুকুও দেখে সহ্য করতে পারবেন না। এই স্বপ্ন এতটা স্পষ্টতর ছিলো যে আমি দেখার পর আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায়। আশ্চর্যের বিষয়,২য় প্রস্তাব টার কথাবার্তা সামনে আগালেও হুট করে সেটা দূরে সরে গেছে, মানে কথা আর আগায় নাই।
তার ২-৩ দিন পরেই আমার জন্য আরেকটা প্রস্তাব এর ব্যাপারে কথা হয়,তখন ওই ১ম প্রস্তাব টাকে মানা করে দেওয়া হয়, আমার ফ্যামিলি রাজি হচ্ছে না বলে। তো তারপর ৩য় প্রস্তাব টার ব্যাপারে ইস্তেখারা করার পর স্বপ্নে দেখি যে,আমার পাত্রের সাথে সাক্ষাৎ হবে। তারপরেই আরও অবাক হলাম,স্বপ্ন সত্যি হয়ে গেল! সকালে উঠে শুনেছিলাম ৩য় প্রস্তাব এর ছেলেটা দেখতে আসবে। তো পাত্র দেখে যাওয়ার পর ওই রাতেই আরেকটা স্বপ্নে দেখেছি যে,আমার আব্বু ছেলেটাকে মানা করে দিচ্ছে এমন। বাস্তবেই কথা আর আগায় নি,আমার পছন্দ হয়নি আর দ্বীনি মেজাজ ও মিলছিল নাহ আমার সাথে এজন্য।
কিন্তু ১ম প্রস্তাব এর ছেলেটাকে মানা করে দেওয়ার পর একদিন স্বপ্নে দেখলাম এমন যে,আমার জন্য অনেকদিক থেকে চেষ্টা করা হবে কিন্তু কারো সাথে বিয়ে হবে না,শেষ পর্যন্ত ১ম প্রস্তাব টার ছেলেটার সাথেই বিয়ে হবে। আবার একদিন স্বপ্নে দেখলাম,বিবাহিত অবস্হায় তার সাথে আমি ফোন এ হাজবেন্ড ওয়াইফ এর মতো কথা বলছি,হাসিখুশি ছিলাম ২ জনেই।
যেহেতু আমার ফ্যামিলি থেকে মানা করে দেওয়া হয়েছিল,তাই আমি তার ব্যাপার টা সম্পূর্ণভাবে মন থেকে বাদ দিয়ে দিই। আর এখন দোআ জারি আছে উত্তম জীবনসঙ্গীর জন্য। কিন্তু তাকে মানা করে দেওয়ার পর থেকে আমার জন্য আসলেই আর প্রস্তাব আসে না। আগে অনেক প্রস্তাব আসতো। আমি আমার স্বপ্নগুলো কল্পনাপ্রসূত ভেবে সামনে এগিয়ে যাই। কিন্তু আমার বেশিরভাগ স্বপ্নই সত্যি হয়ে যায় বলে এখন জিজ্ঞেস করছি ১ম প্রস্তাবের ব্যাপারে স্বপ্নগুলো কি কল্পনাপ্রসূত ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে ইশারা? আর আল্লাহর পক্ষ থেকে ইশারা হলে কী ইশারা দেওয়া হচ্ছে?