আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আমি দীর্ঘদিন যাবত একটা অনুশোচনায় ভোগছি,,,
(১)
আমি যখন দ্বীনের কিছুই বুঝতাম না তখন আমার একটা ছেলে বন্ধু ছিলো(আস্তাগফিরুল্লাহ)
তখন আমার এক সহপাঠির সামনে সেই বন্ধ বলেছিলো চল বিয়ে করে ফেলি আমরা তখন আমি মোবাইলে বিবাহিত ছিলাম আমার হাজবেন্ড এর সাথে।আমাকে ৩ বার কবুল বলতে বলছিলো আমি বলছি দুষ্টামির ছলে সে ও বলছিলো কবুল,, ২ জনের কথাই আমাদের এক সহপাঠী শুনেছিলো,,,,
৩ বছর আগের কথা।
এখন আমি বিবাহিত,,, ওই ছেলে ও বিবাহিত।
এখন আমার অনেক ভয় হয় আমাদের কি সেদিন বিয়ে হয়েছিলো? এটার বিধান কি? করনীয় কি? আল্লাহ কিভাবে আমাকে মাফ করবেন?
(২)
আমার মোবাইলে যে বিয়ে হয়েছে ( পারিবারিক ভাবে) হাজবেন্ড ইউরোপ প্রবাসী।
বিয়ে হয়েছে অলমোস্ট ৩ বছর শেষ।
কিন্তুু সে এখনো বাংলাদেশ এ আসে নাই,,,,আসবো আসবো বলে শুধু সময় নিচ্ছে বার বার,,, আর বলে আমাদের ফিউচার এর জন্যি ভালো,,,(সিটিজেন কার্ড এর অপেক্ষা)
আমি সবসময় বলি এসব দেশ আমাদের জন্য ভালো না,,, আমি আলহামদুলিল্লাহ হারাম কিছুতে নাই যখন থেকে একটু দ্বীন বুজতে শিখেছি,,, এখন এবারের দেওয়া সময়ে ও যদি ওনি না আসেন তবে আমার করনীয় কি??
নির্দিষ্ট কোনো আমল আছে ওনাকে দেশে আনার!
আর আমার পরিবার বা আমি নেগেটিভ কিছু বুঝালে সে খুবি রিয়েক্ট করে মানে আমাকে হাড়াতে চায় না।
আমি কি ওনার এই বছরের পর বছর আল্লাহর দিকে তাকিয়ে অপেক্ষা করবো??
নাকি এবারের দেওয়া সময়ে না আসলে ভিন্ন চিন্তা করবো!! আমার কি দায়বদ্ধতা থাকবে??
জাযাকাল্লাহ খয়রান।