আমি ৪ সপ্তাহের প্র্যাগনেন্ট। অনার্স ২য় বর্ষে পড়ি বয়স ২১ বছর। বিয়ে হয়েছে প্রায় দপর বছর আগে। আমার হাজবেন্ড-ও ছাত্র। এমবিবিএস ৩য় বর্ষে অধ্যয়নরত।
বর্তমানে আমরা দুজনই ছাত্র এবং এখনো যার যার বাসায় থাকি। দুজনের জাস্ট আকদ হয়েছে এখনো কোনো স্যোশাল অনুষ্ঠান হয়নি। আমাদের দুজনের ফ্যামিলি-ই আমাদের মধ্যে এখনি কিছু হোক বা আমরা একত্রে থাকি এটা চায় না। আমাদের কথা এমনই ছিলো যে- স্টুডেন্ট লাইফটা এভাবে সেপারেটলি-ই থাকব এবং দুয়েক বছর পর ফ্যামিলি অনুষ্ঠান করবে। আমাদের দুজনের পরিবারই তেমন দ্বীনদার নয়। বর্তমান জামানায় আরলি ম্যারিজের গুরুত্ব আর আমার নিজের দ্বীন পালনের সুবিধার জন্যই দ্বীনদার পাত্র পাওয়ায় ফ্যামিলিকে অনেক বলে বুঝিয়ে রাজি করানো হয়েছিল। তখন উভয় ফ্যামিলি থেকে শর্ত এটাই ছিল যে আমরা এখন কিছু করব না। আমার ফ্যামিলি দ্বীনদার না হওয়ায় আরোও বেশি জরুরি ছিল বিয়েটা৷ তাই এই শর্তেই ফ্যামিলি রাজি হয়।
এখন যেহেতু অনাকাঙ্ক্ষিত ভাবে গর্ভধারণ হয়ে গেছে, এখন কী করা যায় হুজুর?
আমরা কেউই এটা এখন চাইনি। অনেক সতর্কও ছিলাম। কিন্তু আল্লাহর ইচ্ছা।
আমরা চাই না আমাদের ফ্যামিলি এখন এটা জানুক। আমাদের ফ্যামিলি এটা মানবে না। প্রচন্ড অশান্তি হবে। আমাদের পৃথকভাবে থাকার কথা ছিল আরও কয়েক বছর। চলছিলেও ভালোভাবে, সতর্ক ছিলাম আমরা। কিন্তু এখন এটা হয়ে যাওয়ায় কিভাবে কী করব বুঝতে পারছি না।
তাদের অনেক বোঝানোর পর তারা এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। দুজনের ফ্যামিলিই স্টুডেন্ট লাইফে বিয়ে করায় "সমাজ কী বলবে" এটা নিয়ে চিন্তিত। এই মুহূর্তে যদি তারা এই বিষয়টি জানেন তাহলে ফ্যামিলিগত ভাবে অনেক সমস্যা হবে। আমাদের জন্যও খুব সমস্যা হবে।
তাই এখন বেবি নেয়ার পরিস্থিতি নেই। কী করব হুজুর? গর্ভপাত করা যাবে কিনা? সাথে আমরা চাচ্ছি এই বিষয়টা ফ্যামিলিতে একনলেজ না হোক।