ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআন শ্রবণের বিধান সম্পর্কে ফুকাহায়ে কেরামদের মধ্যে মাতবিরোধ রয়েছে।হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন,ওয়াজিব।এবং বিধান কেফায়া পর্যায়ের বিধান। হাম্বলী মাযহাব মতে মুস্তাহাব।সুতরাং যারা ওয়াজিব বলেন,তাদের মাযহাব অনুযায়ী কুরআন শ্রবণের সময় নিশ্চুপ থেকে শ্রবণ না করলে শ্রবণকারী গোনাহগার হবে।আর যারা মুস্তাহাব বলেন,তাদের মতে শ্রবণ না করলেও গোনাহ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2265
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ছোট বাচ্চাদেরকে শয়তান থেকে দূরে রাখার জন্য আপনি বিভিন্ন সূরা বিশেষকরে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দিতে পারেন। এটাই বেশী কার্যকরী এবং এতে সওয়াবও বেশী হবে। রেকর্ড তিলাওয়াত শুনলে কি সওয়াব হবে? এবং হলেও কতটুকু হবে? এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্যে বিদ্যমান রয়েছে। যাইহোক, আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় যে, রেকর্ড তিলাওয়াত শুনলেও সওয়াব হবে। এবং বাচ্ছাদেরকেও শোনানো যাবে। তবে কারো ডিস্টার্ব না হয়, সেদিকে লক্ষ রাখতে।