আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
উস্তাদ,
বিষয়টি একটু লজ্জার কিন্তু গুনাহ হচ্ছে কি না সেটা জানাটাও জরুরি।
আমি বিবাহিত,২ বছর হলো।
আমার স্বামীর সাথে সহবাসের সময় আমার স্বামীর অর্গাজম হলেও আমার অর্গাজম হয় না তাই আমাকে সহবাসের সময় সাথে সাথে নিজের হাত ব্যবহার করে যোনীর বাহিরের অংশে ঘর্ষণ করার মাধ্যমে অর্গাজম করতে হয়।
(বিবাহিত জীবনে বিয়ের শুরুতে মাএ ১ বার মাস্টারবেশন ব্যতীত অর্গাজম হয়েছিলো আর হয় নি কখনো)
১। সহবাসের সময় এভাবে মাস্টারবেশনের সাহায্যে অর্গাজম করলে কি সেটা গুনাহ হবে?
যদি গুনাহ হয় তাহলে এটা বাদ দিবো ইনশাআল্লাহ কিন্তু এটা বাদ দিলে উপায় কি যদি জানাতেন।
২।ডা.জাকির নায়েকের একটা লেকচারে দেখলাম উনি বলেছেন মাস্টারবেশন হারাম না। এটার ব্যাখ্যায় কিছু যদি বলতেন উস্তাদ!!!
জাজাকুমুল্লাহ খইরন।