বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কুরআন তিলওয়াতে একটি হরফ পড়লে ১০ নেকি। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত,
من قرأ حرفًا من كتابِ اللهِ فله به حسنةٌ، والحسنةُ بعشرِ أمثالِها لا أقولُ (الـم) حرفٌ ولكنْ (ألفٌ) حرفٌ و(لامٌ) حرفٌ و(ميمٌ) حرفٌ- أخرجه الترمذي (2910)
(২)
আপনি কি জানতে চাচ্ছেন? তা পরিস্কার নয়। দয়াকরে স্পষ্টকরে কমেন্টে জানিয়ে দিবেন।
(৪)
জিন সহবাস করতে আসলে যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে না পারে, অর্থাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে সে যিনাকারী হিসেবে সাব্যস্ত হবে না এবং তার কবিরা গুনাহ ও হবে না।
(৫)
স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের বীর্য খাওয়া হারাম বা মাকরুহে তাহরিমী।(ফাতাওয়ায়ে শামী-৩/২১১)
স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের সমস্ত অঙ্গ দ্বারা ফায়দা নিতে পারবে।উপভোগ করতে পারবে।কিন্তু একে অপরের লজ্জাস্থানকে মুখে নেওয়া বেহায়াপনা ও চুড়ান্ত পর্যায়ের অশ্লীলতা, বিধায় ফুকাহায়ে কেরাম মাকরুহ বলেছেন।যদি স্ত্রী নিজের যৌন অনুভূতিকে মুখে প্রকাশ করতে লজ্জাবোধ করে বা যৌন আখাংকায় বেহুশ হয়ে স্বামীর গোপনাঙ্গকে মুখে নিয়ে নেয়,এক দুইবার হলে মাফ।ঠিক তেমনি স্বামী যৌন আখাংকায় বেহুশ হয়ে যদি স্ত্রীর গোপনাঙ্গকে মুখে নিয়ে নেয়,এক দুই বার হলে মাফ।নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলা মাকরুহ।বীর্যকে মুখে প্রবেশ করানো যাবে না।এবং গিলে ফেলা মাকরুহে তাহরীমি।(ফাতাওয়ায়য়ে মাহমুদিয়্যাহ-১৮/৬২৪,জামেউল ফাতাওয়া - ৩/২৩৪,ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ-৬/৩৭০)