ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: تَسَمّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبّ الْأَسْمَاءِ إِلَى اللهِ عَبْدُ اللهِ، وَعَبْدُ الرّحْمَنِ، وَأَصْدَقُهَا حَارِثٌ، وَهَمّامٌ، وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرّةُ. رواه أبو داود في سننه، برقم ৪৯৫০
এ হাদীসে চারটি অংশ। প্রথম অংশ-
تَسَمَّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ
(তোমরা নবীগণের নামে নাম রাখ।)
নবীগণ হচ্ছেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত। রিসালাতের মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আহনাফ শব্দের অর্থ ঞর, সত্যের দিকে ধাবিত হওয়া। সুতরাং আহনাফ নাম রাখা যাবে। এতে কোনো সমস্যা হবে না।
لما في سیر اعلام النبلاء :
”الأحنف بن قيس * (ع) ابن معاوية بن حصين، الامير الكبير، العالم النبيل، أبو بحر التميمي، أحد من يضرب بحلمه وسؤدده المثل“.(سيراعلام النبلا ء، ج:۴، ص:۸۶، ط:مؤسسۃ الرسالۃ)
ইলহাম নামের অর্থ হলোঃ অনুপ্রেরণা, অবগত, করানো, প্রেরণ, অবগতি, ইশারা, নির্দেশ। সুতরাং এ নামটিকেও রাখা যাবে। অর্থগত দিয়ে এই নাম রাখতে কোনো বাধা নেই।