আমি একটা মাসয়ালা জানতে চাইতেছি।
আমি একটা কোম্পানিতে জব করি এপ ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টর হিসেবে প্রায় ১.৫ বছর থেকে। এখন কোম্পানির রুলস অনুযায়ী, আমি কিছু ভিডিও রেকর্ড করে দিবো প্রায় ৫০ এর কাছাকাছি কিংবা তারোও বেশী।
আমাদের কোম্পানিতে শিক্ষার্থী ছেলে-মেয়ে উভয়ই থাকে। (ক্লাসগুলি অনলাইনে নেয়া হয়)।
এখন নতুন রুলস অনুযায়ী, আমি ভিডিও রেকর্ড করে দিবো, আর ওই রেকর্ডের ভিডিও ওরা ব্যবহার করবে। আমার প্রশ্ন হচ্ছেঃ এই ভিডিও রেকর্ড কোনো দ্বীনি কাজের জন্য না, জেনারেল কাজের জন্য (এপ ডেভেলপমেন্ট)। আর যেহেতু রেকর্ডেড ভিডীও, তাই অনেকে মেয়েরা আমার কন্ঠ শুনবে এবং শিখবে। সেই হিসেবে আমার এভাবে ভিডিও প্রোভাইড করে, ইনকাম করা জায়েজ হবে কি? কারন এগুলা দ্বীনি শিক্ষা না এবং আমার আওয়াজ মেয়েরাও শুনবে তাই।
(বিঃদ্রঃ ভিডিওতে শুধু আমার কন্ঠ থাকবে, কোনো ছবি/ভিডিও থাকবে না)