سلام عليكم ورحمة الله وبركاته
আমি পূর্বেও এই প্রশ্ন করেছি, তবে আবার কিছু সন্দেহ জাগায় পুনরায় এই প্রশ্ন করা। বর্তমানে আমি যেই ব্যাবসা করছি, এখানে আমি online influencer-দের দ্বারা এমন কিছু কোম্পানির প্রচার করছি, যাদের মূল পণ্য বা সার্ভিস হালাল, তবে তারা কোনোভাবে কোনো আঙ্গিকে রিবার সাথে সম্প্রিক্ত কি-না, তা আমার জানা নেই। আমি বর্তমানে ৫০-৬০টি এমন কোম্পানির সাথে কাজ করছি, ফলে আমার এত জানার উপায়ও নেই। আপনারা পূর্বের প্রশ্নে বলেছিলেন এটা জায়েয হলেও পরিত্যাগ করাই উত্তম (
https://ifatwa.info/109036/?show=109036#q109036)। তবে কিছুদিন আগে আমি islamqa.info ওয়েবসাইটে দেখলাম তারা বলছেন বেশিরভাগ আলেমের মতামত হলো রিবা-জড়িত যে কোনো কোম্পানির প্রচারই হারাম, এবং তারা তাদের এই মতামত নিম্নোক্ত আয়াত দ্বারা বিশ্লেষণ করছেন: "গুনাহ ও জুলুমের কাজে একে অন্যকে সাহায্য করবে না।" [৫:২]
এখানে আমার প্রশ্ন হলো, সবকিছু বিবেচনা করে, আমার এই ব্যাবসা চালিয়ে যাওয়া জায়েয হবে নাকি না?