আসসালামু আলাইকুম।উওরটি দ্রুত পেলে মুনাসিব হতো।
প্রশ্ন হলো কল সেন্টার এর জব।তো এই কল সেন্টারের অধিনে থার্ড পার্টি একটি এনজিও তাদের হটলাইন চালান।তো যে কাজ করা হয় তা হলো এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কাজ করা হয় তার মধ্যে অন্যতম হাসপাতাল।ডিটেলস বলতে গেলে হাসপাতালে আসা রোগীরা সঠিক সেবা পান কিনা এই বিষয়েই মূলত কল করানো হয়।আর কোন কাজনা।এখন তাদের একটা ব্যাংক ও আছে সেখানে কল করানো হয়।কলের সিনারিও এটাই থাকে যারা ঋন নিয়ে থাকে তাদের নাম, ফোন নাম্বার, কতটাকা ঋন নিয়েছে এই তিনটি বিষয় উল্ল্যেখ করে জিগেস করা হয়যে ঠিক আছে কিনা তথ্য গুলো।শুধু তাই যাচাই করা হয়।তো এই কলটা কিছুদিন করে দেন হাসপাতালের জন্য কল গুলো কন্টিনিউ করে থাকে তারা। অনেক ফতোয়া থেকে যেটা বুঝেছি বা শরীয়া যেটা বলে ব্যাক্তি সরাসরি সুদের কার্যকলাপের সাথে যুক্ত না হলে তার ইনকামটা হালাল হবে।বা কাজ করা যাবে।তো আমার প্রশ্ন ব্যাংকের সদস্যদের এই তথ্য যাচাই করন কল করলেও কি তা গুনাহের কারন হবে যেহেতু মেইন কাজ হাসপাতালের রোগীদের সেবা নিয়ে কল করা বা খোজ নেয়া।তাই এখন ব্যাংকের যে কলটা করাবে এটা একটা যাচাই করার জন্য।এখানে তো কর্মীর কোন সুদের কারবারের সাথে সরাসরি সম্পৃক্ততা নেই যেহেতু কর্মী তার প্রতিষ্টানের হয়ে অন্য কোম্পানির( এনজিও) সার্ভিস দিচ্ছে।বেতন ও যেহেতু কল সেন্টার দিচ্ছে এটাতে তো তার কোন সম্পৃকততা নেই।এত কি কোন গুনাহ হবে?যেহেতু সে তৃতীয় পহ্মের হয়ে কাজ করছে বা সরাসরি সুদের কোন কারবারে যুক্ত নয়।শুধু যাচাইয়ের একটি পার্ট হিসেবে কল করছে।