আসসালামু আলাইকুম।
রোজা অবস্থায় নিজের অজান্তেই ঠোঁটে জিহ্বা লাগলে একটু তিতা স্বাদ অনুভূত হয়। হঠাৎ স্মরণ হয় রোজাদার ব্যক্তি সম্ভবত কান চুলকিয়ে ছিলেন। থুতু ফেলেছেন। তবে দেরি হয়েছে। থুথু ফেলার সময়ের মধ্যে থুথু গিলে ফেলেছেন কিনা সেটার ব্যাপারেও নিশ্চিত না। জানার ছিল এতে কি রোজা ভঙ্গ হয়ে গেছে?