ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইস্তেখারা অর্থ তুলনামূলক ভালো ও উত্তম জিনিষকে তলব করা,চয়েজ করা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তেখারা করার পর মন যে দিকে সায় দিবে, সেদিকেই অগ্রসর হওয়া চাই। ইস্তেখারা করার পর স্বপ্নে ইঙ্গিত পাওয়া জরুরী নয়। স্বপ্নে ইঙ্গিত পাওয়াও যেতে পারে আবার নাও পাওয়া যেতে পারে।
استخارہ کے بعد اس خواب آنا جس سے کوئی نتیجہ برآمد ہو ضروری نہیں خواب تو ان پراگندہ خیالات کی وجہ سے بھی آتے ہیں جو انسان کے ذہن میں ہوتے ہیں شادی کے لئے رشتہ کا انتخاب کرنے سے پہلے استخارہ کر لینا مسنون عمل ہے لیکن استخارہ سات روز تک کیا جائے پھر ذہن اور دل کا رجحان جس جانب ہو مشورہ کرکے اس پر عمل کیا جائے۔
پس صورت مسئولہ میں آپ استخارہ کے ساتھ تجربہ کار معاملہ فہم قابل اعتماد مخلص لوگوں سے مشورہ بھی کرلیں۔
فتوي نمبر:841-715/D=09/1440
دارالافتاء،
دارالعلوم دیوبند
(২)
ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য রাসূল (সা) থেকে স্বপ্নে নির্দেশনা চাইলে এজন্য আল্লাহর কাছে দু'আ করতে হবে।এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহায্য চাইতে হবে।
(৩)
فَإِنْ كَانَ الْأَكْثَرُ صَحِيحًا وَالْأَقَلُّ جَرِيحًا يُغْسَلُ الصَّحِيحُ وَيُمْسَحُ عَلَى الْجَرِيحِ إنْ أَمْكَنَهُ وَإِنْ لَمْ يُمْكِنْهُ الْمَسْحُ يَمْسَحُ عَلَى الْجَبَائِرِ أَوْ فَوْقَ الْخِرْقَةِ وَلَا يَجْمَعُ بَيْنَ الْغُسْلِ وَالتَّيَمُّمِ.
যদি শরীরের বা অজুর অঙ্গ সমূহের অধিকাংশ অংশ সুস্থ থাকে,এবং সামান্য অংশ যখমি থাকে,তাহলে সুস্থ অঙ্গ সমূহকে পানি দ্বারা ধৌত করা হবে,এবং যখমি স্থানকে মাসেহ করা হবে।যদি মাসেহ করাও সম্ভব না হয়, তাহলে ব্যান্ডেজের উপর মাসেহ করা হবে।তারপরও ধৌতকরণ এবং তায়াম্মুমকে একসাথে একই অজু বা গোসলে জমা করা যাবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/53021
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যতটুকু সম্ভব ধৌত করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। যেগুলো সম্ভব হবে না, সেই অংশগুলোকে মাসেহ করে নিলেই হবে।
(৪) নামাজ ছেড়ে দিবেন কেন? অজু গোসল করা সম্ভব না হলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নিবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/938