আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,
সম্মানিত শায়েখ মুফতি সাহেব,
আমি আজকে ফজরের পূর্বে স্বপ্নে দেখেছি যে , আমি একটি কবরস্থানে কোনো এক মাইয়াত কে দাফন দিতে গিয়েছিলাম , এবং যখন আমি কবরস্থানে প্রবেশ করি তখন মায়ইয়াত কে কবরে রেখে মাটি দেয়া শুরু হয়ে গিয়েছিল এবং আমার সাথে আরো অনেক লোক ছিল যারা দাফন দিতে এসেছিল !
অতঃপর আমরা প্রত্যেকেই দেখতে পাই যে কবরস্থানের বেশ কিছু কবর থেকে ধোঁয়া বের হচ্ছে !! এ জন্য আমরা কিছুটা ভীত হয়ে পড়ি , এবং দ্রুত মাটি দিয়ে কবরস্থানের বাইরে চলে আসতে থাকি !!!
অতঃপর ফজরের ওয়াক্ত হয়ে যায় এবং আমার মোবাইল ফনে এলার্ম বাজলে আমার ঘুম ভেঙে যায় !!
অনুগ্রহ করে এই স্বপ্নটির কি ব্যাখ্যা হতে পারে যদি জানাতেন তো উপকৃত হতাম ।
জাযাকাল্লাহু খাইরা!