এক জনপ্রিয় আলেম এর বক্তব্যে আমি এটা জেনেছিঃ
১। জামাতে নামাজ পড়লে সে মুসলমান, নামাজ পড়ে কিন্তু জামাতে না পড়লে সে মোনাফেক মুসলমান এবং, নামাজ না পড়লে সে কাফির। -- আমি এই তিনটা স্ট্যাটমেন্ট এর কুরআন বা হাদিস/সুন্নাহ ভিত্তিক রেফারেন্স চাই। সম্পূরক প্রশ্ন, জামাতে নামাজ কি মসজিদে জামাত বুঝানো হয়েছে? নাকি আমি বাসায় আমার স্ত্রীর সাথে জামাত করলেও সেইম সওয়াবই পাব।
২। আমার অফিস টাইম সকাল ০৬ টা থেকে দুপুর ০২ টা পর্যন্ত। এখন (শীতকাল) আমার মসজিদে জামাতের টাইম ০৬:১০ এ। আমি নামাজ যদি জামাতে পড়ি, তাহলে নামাজ শেষ করে অফিসে ঢুকতে ০৬:৩০ মতন বাজে। এই যে ৩০ মিনিট অফিস করলাম না, এর জন্যে আমার উপর হুকুম কি? উল্লেখ্য যে, আমার অফিসে নামাজের যথেষ্ঠ জায়গা ও সময়ও আছে। আমি আসলে দুই কারণে দেরী করি, এক, জামাতে নামাজে পড়ার জন্যে এবং অত সকালে অফিসে যাওয়ার রাস্তাটায় ভয় আছে (ছিনতাই ইত্যাদি)।