আসসালামু আলাইকুম
ইসলামি হুকুম অনুসারে জানি বউকে স্বামী তালাক দেয়ার অনুমিত না দিলে স্ত্রী নিজে নিজে তালাক নিলে হয় না।
কিন্তু নিজেদের মাঝে মাঝে কথায় কথায় যদি স্ত্রী স্বামীকে তালাক দিতে বলে, এবং স্বামী তালাক না দেয়। কিন্তু বলে তুমি দাও তালাক, আমি দিবো না। এবং অনুমতি দেয়ার নিয়তেও না বলে। এরপর যদি স্ত্রী বকে যে তিন তালাক। তখন কি তালাক হয়ে যাবে?
উল্লেখ্য স্বামী স্ত্রীকে তালাকে অনুমতি দেয় নাই আগে থেকে। এখন কখনো দিবে না অনুমতি সেটাও বলছে কিন্তু রাগের মাথায় স্ত্রী যদি তালাক চায়, স্বামী দেয় না। মাঝে মাঝে স্বামী বলে যে নিজে নজে নাও। তখনও কি অনুমতি দেয়া হয়?
কিন্তু পরে রাগ ঠাণ্ডা হওয়ার পর বলে যে অনুমতি দিই না তোমাকে!!
আর্জেন্ট উত্তর দিলে উপকৃত হবো