কোনো ব্যক্তি যদি অসৎ উপায়ে, অন্যের হক মেরে, তাদের জমি দখল করে সেগুলোতে রিয়েল এস্টেট বিজনেস করে অনেক ধনী হয়ে যায়, তারপরে সেই অসৎ উপায়ে অর্জিত ধন দিয়ে সে কিছু সৎ বা বৈধ কোম্পানি দাঁড় করায়, এরকম কোনো কোম্পানিতে কি জব করা হালাল হবে??
পাশাপাশি এরকম কোনো কোম্পানি যদি লসে চলে, মানে কোম্পানিটার প্রোডাক্ট বিক্রি করে কোম্পানিটি চালানোর মতো লাভ হয় না, বরং কোম্পানিটিকে চালানোর জন্য মালিক নিজের অসৎ উপায়ে অর্জিত সম্পদ বা ঐ সম্পদ ব্যয়ে যে বৈধ কোম্পানিগুলো দাঁড় করিয়েছিলো, সেগুলোর আয় দিয়ে লসে চলা কোম্পানিটি চালু রাখে (মানে এখানে অসৎ আয় আর অন্য কোম্পানিদের সৎ আয় একসাথে মিশে আসলে লসে চলা কোম্পানিটির কর্মীদের বেতন হচ্ছে)।
তাহলে এরকম কোম্পানিতে জব করাটা হালাল হবে কি না?