আসসালামুয়ালাইকুম হুজুর। আমি একটা হারাম প্রেমের সম্পর্কে জড়িয়ে আছি,একদিন আমি রাগ করে আল্লাহর কসম করে বলছিলাম আজকেই শেষ দিন তোর সঙ্গে আমার, কিন্তু আমি কসম টা রাখতে পারি নি। আমি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি। এখন আমার প্রশ্ন আমি একবার কাফফারা দিলেই কি কসমের জন্য দায়মুক্ত হয়ে যাব? মানে আমি একবার কাফফারা দিয়ে এরপর ওর সঙ্গে সম্পর্ক চলমান রাখতে চাই এতে একবার কাফফারা দিলেই কি হবে? যেহেতু আমি কসম একবার করেছি অনেকবার না। কাফফারা দিয়ে ওর সঙ্গে সম্পর্ক চলমান রাখলে কি কসম ভঙ্গের গুনাহ হতেই থাকবে।দয়া করে উত্তর দিবেন অনেক পেরেশানিতে আছি।