ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।
কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি শুধুমাত্র বাঘের বড়সড় মাথার ছবি থাকে এবং এর চোখ মুখকে মার্কার দিয়ে কালো করে দেয়া হয়, তাহলে এর ব্যবহার নাজায়েয হবে না।
(২) তাদের সাথে যোগাযোগ না রাখলে আপনাদের গোনাহ হবে না। তাদের হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।আমীন।
(৩)
যেহেতু ছেলের বাবা জানেন না, তাই ছেলের বাবাকে আপাতত গায়রে মাহরাম বিবেচনা করতে হবে।