আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
১. আমাদের কম্বলে বাঘের বড়সড় মাথার ছবি আছে। আমি যদি এর চোখ মুখ মার্কার দিয়ে কালো করে দেই সেটা ব্যবহার জায়েজ হবে কিনা?

২. আমার আপন খালাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, সম্পর্ক খারাপের কারণ আমার এক খালা পরকিয়ায় আসক্ত,বাকি দুই খালা তার সাপোর্টে, আমরা দুই বোন ছোট হয়েও এর বিরোধিতা করেছিলাম তাই তারা আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে ইচ্ছুক না। টানা দুই বছর রামাদান এ ইফতার আর কুরবানির গোশত পাঠানোর পরও তারা ফেরত পাঠায় তাই গত বছর আর পাঠাইনি। ভয় হয় এজন্য কি আমি গোনাহগার হব? আত্নীয়তার সম্পর্ক না রাখতে পারায় আমি কি জান্নাত থেকে বঞ্চিত হব? তাদের সাথে শান্ত ভাবে কথা বলাও আর সম্ভব না। আমাদের দেখলেই অনেক বাজে ভাষায় গালাগালি করে। আল্লাহর কাছে তাদের হিদায়াতের জন্য দুয়া করি এবং চাই সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু আর সামনে থেকে আগ বাড়ায় কথা বলার সাহস হয় না। এক্ষেত্রে আমার কি করনীয়? আমি কি আত্নীয়দের হক আদায়ে ব্যার্থ?

৩. যদি এমন হয় গুনাহ থেকে বেচে থাকার জন্য ছেলে মেয়ে বিয়ে করে নেয়, মেয়ের ফ্যামিলির সবাই জানে, ছেলের ফ্যামিলিকে বিয়ের কথা বললে ছেলে এখনো স্টুডেন্ট বিধায় তারা কোনোভাবেই এখনই বিয়ে দিতে রাজি না (কিন্তু এই মেয়েকেই বিয়ে করাবে কথা দিয়ে রেখেছে)। তাই বিয়ের কথা ছেলের দিককার কেউ জানে না। এখন ছেলের বাবার সামনে মেয়ের পর্দার বিধান কি? ছেলের বাবা তো আর জানে না যে সে এখন মাহরাম।

1 Answer

0 votes
by (601,620 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি শুধুমাত্র বাঘের বড়সড় মাথার ছবি থাকে এবং এর   চোখ মুখকে মার্কার দিয়ে কালো করে দেয়া হয়, তাহলে এর ব্যবহার নাজায়েয হবে না।

(২) তাদের সাথে যোগাযোগ না রাখলে আপনাদের গোনাহ হবে না। তাদের হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।আমীন।

(৩)
যেহেতু ছেলের বাবা জানেন না, তাই ছেলের বাবাকে আপাতত গায়রে মাহরাম বিবেচনা করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...