আমাদের এলাকায় কিছু প্রচলিত আমল আছে যেমন-
১. বিপদ-আপদে পরলে ৫/৬ জন একসাথে বসে একদিনে কুরআন খতম দেয়া! কুরআন খতম শেষে আল্লাহ তা‘য়ালার কাছে দু'আ করলে কবুল করা হয় এমনটা শুনেছি, কিন্তু খতম দেয়ার প্রক্রিয়াটা কি শরীয়তসম্মত?
২. অনুরূপভাবে একাধিক লোকজন একসাথে বসে কয়েক লাখ দুরূদ, কিংবা নির্দিষ্ট কোন জিকির করা! সেগুলো বিদ'আত কি না? এটা গ্রামে মহিলাদের মাঝে বেশি দেখা যায়।
৩. ইসালে সওয়াবের বিষয়ে জানতে চাই উস্তায। মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দান সদাকাহ কিংবা দু'আ করার বিষয়টা আমি শুনেছি, কিন্তু তাদের হয়ে তিলাওয়াত,নামায, যিকির বা অন্য কোন কোন আমল করা যাবে কোনগুলো করা যাবেনা, মেহেরবানি করে যদি একটু বলতেন।