আসসালামু আলাইকুম।
একটি ফেসবুক গ্রুপে একটি নির্দিষ্ট ব্রান্ডের প্রডাক্টের উপর অফার দিয়েছে ।প্রডাক্টটি অফারে কিনলে তার সাথে গিফট ফ্রি সবার জন্য। এছাড়া বাড়তি হিসেবে তারা একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে, যাতে শর্ত হলো কেউ যদি ক্রয়কৃত প্রডাক্টের ছবি ঐ গ্রুপে পোস্ট করে, তবে যারা যারা ছবি পোস্ট করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে তাদের পুরস্কৃত করা হবে। জানতে চাচ্ছি এইরকম লটারিতে অংশগ্রহণ করা জায়েজ আছে কি?