আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আজকে স্বপ্ন দেখি, আমার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের মজলিসে কি কি যেন ঝামেলা বা তর্ক হয়েছিল।এরপর সেখানেই বিয়ে গিয়েছে।এরপরই ঘুম ভেঙে যায় তখন ফজরের সময় চলছিল।
ফজরের ওয়াক্ত শেষে আবার ঘুমিয়ে পরি।তখন স্বপ্ন দেখি, আমি খুব সুন্দর ডিজাইনের হেয়ার বেন্ট বানিয়েছি।সেগুলো ছিল নজরকার এবং ইউনিক, সবাই খুব পছন্দ করে।কাকে যেন হাদিয়া দিতে নিয়েছিলাম সেগুলো,তিনি খুব পছন্দ করলেন এবং বললেন এগুলোর শেষে এই কাপড়ের চিকন করে লেস লাগিয়ে দাও আরও সুন্দর লাগবে।
এরপর সেখান থেকে আমি আর আব্ব নয়ত আমার ভাইয়া চলে আসি। আসতেছি তাও মনে হলো যেন উড়তেছি।এখন হেলিকপ্টারে আকাশ পথে আসছি নাকি উড়তেছি বিষয়টা স্পষ্ট নয়।এরপরই দেখি শত শত হেলিকপ্টার, প্লেন আসাযাওয়া করতেছে।আমি খুব অবাক হয়ে ভাবতে থাকি, এতো নিচ দিয়ে হেলিকপ্টার গুলো যাচ্ছে কেন?,
হেলিকপ্টার গুলো খুব সুন্দর ছিল দেখতে।
এরমধ্যেই একটা হেলিকপ্টার নিচে পরে যায় এক্সিডেন্ট করে।আমরাও দ্রুত নিচে নেমে আসি।এবং দেখি ফিরোজা কালারের হেলিকপ্টার টি মাটিতে পরে আছে, আর পাইলট খুব ভয় পেয়ে বর্ননা দিচ্ছে কিভাবে তিনি খুব দ্রুত সেইফ করার চেষ্টা করেছেন।কিন্তু পাইলট বা হেলিকপ্টারে থাকা মালামালের কোনো ক্ষতি হয়নি সব অক্ষত আছে।এরপরই ঘুম ভেঙে যায়।
এ স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে উস্তায?
[অনেকগুলো স্বপ্নের মাঝে এই অংশটুকু স্পষ্ট মনে আছে]
Jajhakumullohu khoiron