ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুসলমানদের সম্পদ আত্মসাৎ বা ক্ষতি ছাড়া অন্য যে কোনো ধরনের হক নষ্ট করলে, যদি সে না জানে, তাহলে তার কাছে মাফ চাইতে হবে না বরং আল্লাহর কাছে মাফ চাইলেই হবে।
(২) অমুসলিমদের সম্পদ আত্মসাৎ বা ক্ষতি ছাড়া অন্য যে কোনো ধরনের হক নষ্ট করলে, যদি সে না জানে,তাহলে তার কাছে মাফ চাইতে হবে না বরং আল্লাহর কাছে মাফ চাইলেই হবে।
(৩) এদ্বারা স্যারের সাথে কোনো প্রকার বেয়াদবি হয়নি, স্যারের কাছে মাফ চাইতে হবে না। গোনাহ হবে না।
(৪) গোনাহ হয়নি, এবং মাফ চাইতেও হবে না।
(৫) যদি কোনো কিছুকে অন্য ধর্মের বলে প্রবল ধারনা হয়, এজন্য ঐসব বিষয়কে ঘৃনা করা নিন্দনীয় হবে না।তবে গালা বা অসম্মান করার কোনো যৌক্তিকতা নাই।