আমার বোন প্রাইমারি স্কুলের শিক্ষক।
তার হাজবেন্ড একজন ফার্মাসিস্ট,, হাজবেন্ডের ইনকাম ওদের দুজনের জন্য আলহামদুলিল্লাহ।।
তাদের কোন সন্তান নেই,,দুজন দুজায়গায় থাকে,আমার বোনের বন্ধ দিলে সে তার হাজবেন্ডএর কাছে যায।স্কুলে পুরুষ শিক্ষক রা ও আছে।এখন সে চাচ্ছে এই জব টা ছেড়ে দিয়ে হাজবেন্ডের কাছে চলে যেতে।এখন মেয়ের বাবা মা জব ছেড়ে দিবে সেজন্য তার উপর নারাজ,,এতে কি আমার বোনের গুনাহ হবে??
আর আল্লাহকে খুশি করতে এই চাকরি ও ছাড়তে চায়।ওর এই সিদ্ধান্ত কি ঠিক আছে?