আসসালামু আলাইকুম।
আমার বাচ্চাকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে চাই।কিন্তু আমি যে এলাকায় থাকি সেখানে মাদ্রাসায় দেয়ার ন্যুনতম বয়স ৫!বাচ্চা(৩.৫+বছর) একা বাসায় থাকে,অন্য বাচ্চাদের সাথে মেশার সুযোগ নেই,আবার আমি বাচ্চাকে টুকটাক শেখাতে চাইলেও তেমন আগ্রহ নেই,প্রচুর দুষ্টামি & অস্থিরতা করে।
এই অবস্থায় বাচ্চাকে প্রি-স্কুলে(সুদভিত্তিক একটা এনজিও এর)দিতে চাচ্ছি,মাদ্রাসায় শিফট করার আগে পর্যন্ত।আর আমার এলাকায় কোন প্লে-ফুল মাদ্রাসার খোজ ও পাইনি যেখানে বাচ্চা আনন্দের সাথে শিখতে পারবে।
এই অবস্থায় যেহেতু সেই সংস্থা পাশ্চাত্য কালচার ধারন করে+ইসলাম বহির্ভূত অনেক কিছু প্রমোট করে,সেখানে বাচ্চাকে দেয়া কি জায়েজ হবে?যেহেতু আমি বেতন দিয়ে পরোক্ষভাবে সেই কাজে সাহায্য করছি?