আসসালামু আলাইকুম। বিবাহের সময় ধার্য করা কাবিন কমিয়ে ফেলা যাবে? মেয়ের কাবিন ১৫লক্ষ টাকা ধার্য ছিলো কিন্তু সে চাই ৫ লক্ষ টাকা কাবিন। সে কম কাবিনেই বিবাহ করতে চেয়েছিলো কিন্তু তার পরিবার বেশি কাবিন ছাড়া বিয়েতে রাজি হচ্ছিলনা। এখন মেয়ে চাইলে কি ১৫ লক্ষ টাকা এর বদলে ৫ লক্ষ টাকা কাবিন নিতে পারবে, এতে ছেলের প্রতি আর কোনো দাবি না থাকার শর্তে? এটা কি পরিবারকে জানানো দরকার হবে বা পুনরায় কাবিননামা বানাতে হবে?